নাটোরে সড়কে প্রাণ গেল এনজিওকর্মীর
নাটোরের লালপুরে নসিমনচাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিওকর্মী নিহত হয়েছেন। নিহতের নাম শাহীন কবির (৪৪)।
রোববার সকালে উপজেলার ঈশ্বরদী-বাঘা সড়কের নবীনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন কবির বগুড়া জেলার ধুনট থানার বেরিলাবাড়ী গ্রামের জমশেদ আলীর ছেলে। তিনি ব্র্যাক এনজিওয়ের কর্মী ছিলেন।
জানা যায়, সকালে ঈশ্বরদী থেকে শাহীন মোটরসাইকেলে রাজশাহীর পবায় তার কর্মস্থলে যাচ্ছিলেন।
পথে ঈশ্বরদী-বাঘা সড়কের লালপুরের নবীনগর নামক স্থানে ইঞ্জিনচালিত একটি নসিমন তার মোটারসাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে শাহীন আহত হয়ে সড়কে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নাটোরে সড়কে প্রাণ গেল এনজিওকর্মীর
নাটোরের লালপুরে নসিমনচাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিওকর্মী নিহত হয়েছেন। নিহতের নাম শাহীন কবির (৪৪)।
রোববার সকালে উপজেলার ঈশ্বরদী-বাঘা সড়কের নবীনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন কবির বগুড়া জেলার ধুনট থানার বেরিলাবাড়ী গ্রামের জমশেদ আলীর ছেলে। তিনি ব্র্যাক এনজিওয়ের কর্মী ছিলেন।
জানা যায়, সকালে ঈশ্বরদী থেকে শাহীন মোটরসাইকেলে রাজশাহীর পবায় তার কর্মস্থলে যাচ্ছিলেন।
পথে ঈশ্বরদী-বাঘা সড়কের লালপুরের নবীনগর নামক স্থানে ইঞ্জিনচালিত একটি নসিমন তার মোটারসাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে শাহীন আহত হয়ে সড়কে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।