ঢাকা-জলপাইগুড়ি ট্রেনের ভাড়া ২৬০০ টাকা
ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল করবে। চিলাহাটি-হলদিবাড়ি দিয়ে এ ট্রেন চলাচল শুরু হবে আগামী ২৬ মার্চ ঢাকা থেকে। ঢাকা থেকে এই ট্রেনের যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬০০ টাকা।
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন রোববার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৭ মার্চ জাতীয় দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।
এ সময় তিনি বলেন, ভারত ও বাংলাদেশ দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে এ নতুন রুটের রেল যোগাযোগের শুভ উদ্বোধন করবেন।
মন্ত্রী বলেন, ঢাকা ছাড়াও দেশের উত্তরাঞ্চলের মানুষেরা চিলাহাটি স্টেশন থেকেও ভারতে যাতায়াত করতে পারবেন। তবে তাদের জন্য কয়েকটি বগি নির্ধারিত থাকবে। এসব যাত্রী শুধুই নিউ জলপাইগুড়ি থেকে চিলাহাটি পর্যন্ত যাতায়াত করবে। এজন্য তাদের ভাড়া গুনতে হবে ৭০০ টাকা। আর ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০০ টাকা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র জাকিয়া খাতুন ও মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঢাকা-জলপাইগুড়ি ট্রেনের ভাড়া ২৬০০ টাকা
ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল করবে। চিলাহাটি-হলদিবাড়ি দিয়ে এ ট্রেন চলাচল শুরু হবে আগামী ২৬ মার্চ ঢাকা থেকে। ঢাকা থেকে এই ট্রেনের যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬০০ টাকা।
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন রোববার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৭ মার্চ জাতীয় দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।
এ সময় তিনি বলেন, ভারত ও বাংলাদেশ দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে এ নতুন রুটের রেল যোগাযোগের শুভ উদ্বোধন করবেন।
মন্ত্রী বলেন, ঢাকা ছাড়াও দেশের উত্তরাঞ্চলের মানুষেরা চিলাহাটি স্টেশন থেকেও ভারতে যাতায়াত করতে পারবেন। তবে তাদের জন্য কয়েকটি বগি নির্ধারিত থাকবে। এসব যাত্রী শুধুই নিউ জলপাইগুড়ি থেকে চিলাহাটি পর্যন্ত যাতায়াত করবে। এজন্য তাদের ভাড়া গুনতে হবে ৭০০ টাকা। আর ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০০ টাকা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌর মেয়র জাকিয়া খাতুন ও মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম উপস্থিত ছিলেন।