শ্রীমঙ্গল পৌরসভার উন্নয়নকাজের উদ্বোধন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
০৯ মার্চ ২০২১, ১১:৪৩:১৬ | অনলাইন সংস্করণ
মৌলভীবাজারের পর্যটননগরী শ্রীমঙ্গলে পৌরসভার দৃষ্টিনন্দন মহসিন অডিটরিয়াম, কমিউনিটি সেন্টার ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
পৌরসভা অডিটরিয়ামে সোমবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মহসিন মিয়া মধু।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন প্রায় সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে পৌর শহরের বিভিন্ন সড়কে জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে চার কিলোমিটার ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হয়েছে।
এ ছাড়া প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত দৃষ্টিনন্দন ৫০০ আসনবিশিষ্ট মহসিন অডিটরিয়াম ও ৪০০ আসনের কমিউনিটি সেন্টারসহ কনফারেন্স রুম নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক মো. ছালিক আহমেদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, পৌর কাউন্সিলর, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্ব জ্যোতি চৌধুরী বুলেট প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, পর্যটননগরী শ্রীমঙ্গলের সব সমস্যা সমাধান ও উন্নয়নকাজে অতীতের মতো সরকারের পক্ষ থেকে আরও বেশি করে সব ধরনের সহযোগিতা করা হবে। এ সময় তিনি পৌরবাসীর উন্নয়ন ও সন্ত্রাস নির্মূলে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে একযোগে কাজ করে যাবেন বলে জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শ্রীমঙ্গল পৌরসভার উন্নয়নকাজের উদ্বোধন
মৌলভীবাজারের পর্যটননগরী শ্রীমঙ্গলে পৌরসভার দৃষ্টিনন্দন মহসিন অডিটরিয়াম, কমিউনিটি সেন্টার ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
পৌরসভা অডিটরিয়ামে সোমবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মহসিন মিয়া মধু।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন প্রায় সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে পৌর শহরের বিভিন্ন সড়কে জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে চার কিলোমিটার ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হয়েছে।
এ ছাড়া প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত দৃষ্টিনন্দন ৫০০ আসনবিশিষ্ট মহসিন অডিটরিয়াম ও ৪০০ আসনের কমিউনিটি সেন্টারসহ কনফারেন্স রুম নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক মো. ছালিক আহমেদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, পৌর কাউন্সিলর, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্ব জ্যোতি চৌধুরী বুলেট প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, পর্যটননগরী শ্রীমঙ্গলের সব সমস্যা সমাধান ও উন্নয়নকাজে অতীতের মতো সরকারের পক্ষ থেকে আরও বেশি করে সব ধরনের সহযোগিতা করা হবে। এ সময় তিনি পৌরবাসীর উন্নয়ন ও সন্ত্রাস নির্মূলে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে একযোগে কাজ করে যাবেন বলে জানান।