কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জাকির হোসেন ওয়াসিম (৩৩) নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, শ্রমিক লীগ নেতা জাকির হোসেন ওয়াসিম একাধিক মামলার আসামি। তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ভুলু বেপারি বাড়ির নুরনবীর ছেলে এবং উপজেলা শ্রমিক লীগের অন্যতম নেতা। জাকির মির্জা কাদেরের অনুসারী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, আটক শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জাকির হোসেন ওয়াসিম (৩৩) নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের রামদি এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, শ্রমিক লীগ নেতা জাকির হোসেন ওয়াসিম একাধিক মামলার আসামি। তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ভুলু বেপারি বাড়ির নুরনবীর ছেলে এবং উপজেলা শ্রমিক লীগের অন্যতম নেতা। জাকির মির্জা কাদেরের অনুসারী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, আটক শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।