নীলফামারীতে গাছ চাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
০৭ মে ২০২১, ১৫:৫৫:৫২ | অনলাইন সংস্করণ
নীলফামারীতে গাছের নিচে চাপা পড়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার কন্দপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার এন্তাজুল ইসলাম ওরফে ঘুটু মিয়া (৫০) ও তার স্ত্রী মমেনা বেগম (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দপুকুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাব।
স্থানীয়রা জানান, টিন শেডের ঘরে রাতে ঘুমাচ্ছিলেন তারা। এমন সময় ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলে মারা যান এ দম্পতি।
আব্দুল ওয়াহাব জানান, ঘুটু মিয়া অটোরিকশা চালাতেন। তাদের তিন সন্তান রয়েছেন।
নীলফামারী থানার ওসি আব্দুর রউফ জানান, নিহত দম্পতির ঘরটি আম ও মেহগনি গাছবেষ্টিত ছিল। রাতে ঝড়ে গাছ উপড়ে পড়লে ঘরটি বিধ্বস্ত হয়ে মারা যান তারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নীলফামারীতে গাছ চাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
নীলফামারীতে গাছের নিচে চাপা পড়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার কন্দপুকুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার এন্তাজুল ইসলাম ওরফে ঘুটু মিয়া (৫০) ও তার স্ত্রী মমেনা বেগম (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দপুকুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য আব্দুল ওয়াহাব।
স্থানীয়রা জানান, টিন শেডের ঘরে রাতে ঘুমাচ্ছিলেন তারা। এমন সময় ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলে মারা যান এ দম্পতি।
আব্দুল ওয়াহাব জানান, ঘুটু মিয়া অটোরিকশা চালাতেন। তাদের তিন সন্তান রয়েছেন।
নীলফামারী থানার ওসি আব্দুর রউফ জানান, নিহত দম্পতির ঘরটি আম ও মেহগনি গাছবেষ্টিত ছিল। রাতে ঝড়ে গাছ উপড়ে পড়লে ঘরটি বিধ্বস্ত হয়ে মারা যান তারা।