পুকুরে ডুবল দুই শিশু, বিয়ে বাড়ির আনন্দ রূপ নিল বিষাদে
সাতক্ষীরা প্রতিনিধি
২২ মে ২০২১, ০০:৩৫:৩৭ | অনলাইন সংস্করণ
চলছে বিয়ে বাড়ির আনন্দ উৎসব। এর মধ্যে দুই শিশুর নিথর দেহ শুইয়ে দেয়া হলো উঠানে। বিয়ে বাড়ির সব আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। এ ঘটনায় সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুরে শোকের ছায়া নেমে এসেছে।
পুকুরে ডুবে মারা গেছে দুই শিশু মিম ও জিম। এই হৃদয়স্পর্শী ঘটনা ঘটে শুক্রবার বেলা ১১ টার দিকে পদ্মপুকুরের পাখিমারা গ্রামে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের সাইফুল মোড়লের বাড়িতে বিয়ের দাওয়াতে আসে গাবুরার গাইনবাড়ির দুই চাচাতো ভাই বোন জিম (৬) ও মিম (৫)। তারা গাইনবাড়ির মনিরুল ও শরিফুলের ছেলে মেয়ে।
বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে সবাই যখন ব্যস্ত এমন সময়ে মিম ও জিম বাড়ির ধারে পুকুর পাড়ে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা পানিতে পড়ে ডুবে যায়। কোথাও তাদের লাশের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে পুকুরে তাদের লাশ ভাসমান দেখতে পাওয়া যায়।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে নিজ গ্রামে নিয়ে দাফন করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পুকুরে ডুবল দুই শিশু, বিয়ে বাড়ির আনন্দ রূপ নিল বিষাদে
চলছে বিয়ে বাড়ির আনন্দ উৎসব। এর মধ্যে দুই শিশুর নিথর দেহ শুইয়ে দেয়া হলো উঠানে। বিয়ে বাড়ির সব আনন্দ মুহূর্তেই রূপ নিল বিষাদে। এ ঘটনায় সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুরে শোকের ছায়া নেমে এসেছে।
পুকুরে ডুবে মারা গেছে দুই শিশু মিম ও জিম। এই হৃদয়স্পর্শী ঘটনা ঘটে শুক্রবার বেলা ১১ টার দিকে পদ্মপুকুরের পাখিমারা গ্রামে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের সাইফুল মোড়লের বাড়িতে বিয়ের দাওয়াতে আসে গাবুরার গাইনবাড়ির দুই চাচাতো ভাই বোন জিম (৬) ও মিম (৫)। তারা গাইনবাড়ির মনিরুল ও শরিফুলের ছেলে মেয়ে।
বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে সবাই যখন ব্যস্ত এমন সময়ে মিম ও জিম বাড়ির ধারে পুকুর পাড়ে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা পানিতে পড়ে ডুবে যায়। কোথাও তাদের লাশের সন্ধান পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে পুকুরে তাদের লাশ ভাসমান দেখতে পাওয়া যায়।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে নিজ গ্রামে নিয়ে দাফন করা হয়েছে।