ঘূর্ণিঝড় ইয়াস: গরু বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়ের
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
২৬ মে ২০২১, ১৭:০১:৩৯ | অনলাইন সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ওঠা পানিতে গরু বাঁচাতে গিয়ে জিনিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে। শিশু জিনিয়া ওই গ্রামের নির্মাণশ্রমিক আবুল কালাম গাজীর মেয়ে।
শিশুটির পরিবার জানায়, ঘটনার সময় বাড়ির ভেতরে পানি উঠতে দেখে গরু বাঁচানোর জন্য ছুটে যান কালাম গাজী ও তার স্ত্রী লিজা বেগম। কিছুক্ষণ পরে ঘরে ফিরে জিনিয়াকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে পাওয়া যায় ঘরের পাশে পানির মধ্যে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খাউলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, ঘর ছুইছুই পানি উঠে যাওয়ায় শিশুটি সবার অজান্তেই পানিতে পড়ে মারা যায়।
বিষয়টি সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রোকনুজ্জামান বলেন, শিশুটি জোয়ারের পানিতে ডুবে মারা গেছে বলে তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, শিশুটি বন্যার পানিতে মারা গেছে কিনা, তা নিশ্চিত হতে আরও সময় লাগবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঘূর্ণিঝড় ইয়াস: গরু বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়ের
বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ওঠা পানিতে গরু বাঁচাতে গিয়ে জিনিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে। শিশু জিনিয়া ওই গ্রামের নির্মাণশ্রমিক আবুল কালাম গাজীর মেয়ে।
শিশুটির পরিবার জানায়, ঘটনার সময় বাড়ির ভেতরে পানি উঠতে দেখে গরু বাঁচানোর জন্য ছুটে যান কালাম গাজী ও তার স্ত্রী লিজা বেগম। কিছুক্ষণ পরে ঘরে ফিরে জিনিয়াকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে পাওয়া যায় ঘরের পাশে পানির মধ্যে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খাউলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, ঘর ছুইছুই পানি উঠে যাওয়ায় শিশুটি সবার অজান্তেই পানিতে পড়ে মারা যায়।
বিষয়টি সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রোকনুজ্জামান বলেন, শিশুটি জোয়ারের পানিতে ডুবে মারা গেছে বলে তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, শিশুটি বন্যার পানিতে মারা গেছে কিনা, তা নিশ্চিত হতে আরও সময় লাগবে।