বৈদ্যুতিক খুঁটি কেড়ে নিল ৩ যুবকের প্রাণ
সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটার পারুলিয়ায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেলের ৩ জন আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত তিন যুবকের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন - পুষ্পকাটী গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. মহিউদ্দিন(২৬), একই গ্রামের আরশাদ আলীর ছেলে আশরাফুল(২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৭)।
ওসি বিপ্লব কুমার সাহা বলেন, মোটরসাইকেলের চালক পেছনে দুই আরোহী নিয়ে দ্রুতবেগে কালিগঞ্জের নলতার দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন।এসময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ৩ জন।
ওসি আরও জানান, লাশ তিনটি এখনও ঘটনাস্থলেই রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে তাদের থানায় নিয়ে যাব। পরে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বৈদ্যুতিক খুঁটি কেড়ে নিল ৩ যুবকের প্রাণ
সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটার পারুলিয়ায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেলের ৩ জন আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে দেবহাটার পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত তিন যুবকের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন - পুষ্পকাটী গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. মহিউদ্দিন(২৬), একই গ্রামের আরশাদ আলীর ছেলে আশরাফুল(২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৭)।
ওসি বিপ্লব কুমার সাহা বলেন, মোটরসাইকেলের চালক পেছনে দুই আরোহী নিয়ে দ্রুতবেগে কালিগঞ্জের নলতার দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন।এসময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ৩ জন।
ওসি আরও জানান, লাশ তিনটি এখনও ঘটনাস্থলেই রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে তাদের থানায় নিয়ে যাব। পরে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হবে।