গৃহবধূর মাথা ফাটিয়ে হামলাকারীরাই গেল থানায় মামলা করতে, অতঃপর...
jugantor
গৃহবধূর মাথা ফাটিয়ে হামলাকারীরাই গেল থানায় মামলা করতে, অতঃপর...

  নোয়াখালী প্রতিনিধি  

০২ জুলাই ২০২১, ১৩:৫৫:৩৮  |  অনলাইন সংস্করণ

গৃহবধূর মাথা ফাটিয়ে হামলাকারীরাই গেল থানায় মামলা করতে, অতঃপর...

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে এক গৃহবধূর মাথা ফাটানোর পর প্রতিপক্ষের বিরুদ্ধেই থানায় মামলা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন চার অভিযুক্ত।

বৃহস্পতিবার সন্ধ্যায় বেগমগঞ্জ থানার গেটে ঘটে এ ঘটনা।

আটকৃতরা হলেন— বেগমগঞ্জ উপজেলার ১২নং কুতুবপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মফজল মিয়া বাড়ির মৃত আরশাদ আলীর ছেলে আবদুল খালেক (৫৫) ও আবদুল মতিন (৬০), আবুল হাসেমের ছেলে মো. দুলাল (৪০) এবং আবদুল খালেকের ছেলে নজরুল ইসলাম (৩৫)।

বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা পারিবারিক সম্পত্তির বিরোধের জের ধরে একই বাড়ির গৃহবধূ বিবি মরিয়মকে (৪৫) পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এর পর তারা প্রতিপক্ষের মামলার কাউন্টারে পাল্টা মামলা করতে থানায় আসে। সে সময় তাদের থানার গেট থেকে গ্রেফতার করা হয়।

এর আগে এ ঘটনায় একই দিনে দুপুরে তাদের বিরুদ্ধে হামলার শিকার গৃহবধূর ছেলে তানভীর আহাম্মদ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। শুক্রবার সকালে অভিযুক্ত আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মফজল মিয়ার বাড়ির ব্যাংকার মো. ইউসুফের স্ত্রীকে ঘরে ঢুকে তার ফুফাতো ভাই ও তার ছেলেরা লোহার রড দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। সেই সময় তাদের বসতঘরেও ব্যাপক ভাঙচুর চালায় আঘাতকারীরা। এর পর তারা ওই গৃহবধূকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নিতেও বাধা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

গৃহবধূর মাথা ফাটিয়ে হামলাকারীরাই গেল থানায় মামলা করতে, অতঃপর...

 নোয়াখালী প্রতিনিধি 
০২ জুলাই ২০২১, ০১:৫৫ পিএম  |  অনলাইন সংস্করণ
গৃহবধূর মাথা ফাটিয়ে হামলাকারীরাই গেল থানায় মামলা করতে, অতঃপর...
ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে এক গৃহবধূর মাথা ফাটানোর পর প্রতিপক্ষের বিরুদ্ধেই থানায় মামলা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন চার অভিযুক্ত। 

বৃহস্পতিবার  সন্ধ্যায় বেগমগঞ্জ থানার গেটে ঘটে এ ঘটনা।

আটকৃতরা হলেন— বেগমগঞ্জ উপজেলার ১২নং কুতুবপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মফজল মিয়া বাড়ির মৃত আরশাদ আলীর ছেলে আবদুল খালেক (৫৫) ও আবদুল মতিন (৬০), আবুল হাসেমের ছেলে মো. দুলাল (৪০) এবং আবদুল খালেকের ছেলে নজরুল ইসলাম (৩৫)।

বেগমগঞ্জ থানার  ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা পারিবারিক সম্পত্তির বিরোধের জের ধরে একই বাড়ির গৃহবধূ বিবি মরিয়মকে (৪৫) পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। এর পর তারা প্রতিপক্ষের মামলার কাউন্টারে পাল্টা মামলা করতে থানায় আসে। সে সময় তাদের থানার গেট থেকে গ্রেফতার করা হয়। 

এর আগে এ ঘটনায় একই দিনে দুপুরে তাদের বিরুদ্ধে হামলার শিকার গৃহবধূর ছেলে তানভীর আহাম্মদ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। শুক্রবার সকালে অভিযুক্ত আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বুধবার  বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মফজল মিয়ার বাড়ির ব্যাংকার মো. ইউসুফের স্ত্রীকে ঘরে ঢুকে তার ফুফাতো ভাই ও তার ছেলেরা লোহার রড দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। সেই সময় তাদের বসতঘরেও ব্যাপক ভাঙচুর চালায় আঘাতকারীরা। এর পর তারা ওই গৃহবধূকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নিতেও বাধা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন