হিসাবে গরমিল, মালিকের বাসায় ম্যানেজারের লাশ
নোয়াখালী প্রতিনিধি
০৭ জুলাই ২০২১, ১৮:২৬:১৩ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর বেগমগঞ্জে অরুণ চন্দ্র সাহা নামে ডিস্ট্রিবিউটরের বাসায় তার ম্যানেজারের ঝুলন্ত লাশ পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে। হিসাবে গরমিল থাকায় গত ২৬ জুন থেকে তিনি ওই বাসায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। পরে বুধবার তার মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত বিদ্যুৎ কুমার সাহা (৫০) চাঁদপুর জেলার সদর উপজেলার প্রদীপ প্লাজার গুয়াখোলা এলাকার বীরেন্দ্র কুমার সাহার ছেলে।
বুধবার ভোরের দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার এসএ কলেজসংলগ্ন লেক টাওয়ারে অবস্থিত ডিস্টিবিউটর মালিকের বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিদ্যুৎ কুমার সাহা লক্ষ্মীপুর জেলা ডিস্টিবিউটরের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় কোম্পানির ডিস্টিবিউটরের সঙ্গে তার টাকার হিসাবে গরমিল সৃষ্টি হয়। গরমিল হওয়া টাকার হিসাব বুঝিয়ে দিতে গত ২৬ জুন থেকে চৌমুহনী এসএ কলেজসংলগ্ন ডিস্টিবিউটর অরুণ চন্দ্র সাহার লেক টাওয়ারের ভাড়া বাসায় অবস্থান করছিলেন তিনি।
বাড়ির মালিকের দাবি, মঙ্গলবার রাত ২টার পর তিনি ডিস্টিবিউটরের বাসায় ঘুমিয়ে পড়েন। এরপর ২টা থেকে ৫টার মধ্যে যে কোনো সময়ে তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা বেঁধে ফাঁস দেন।
বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের বক্তব্য এখনো পাওয়া যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হিসাবে গরমিল, মালিকের বাসায় ম্যানেজারের লাশ
নোয়াখালীর বেগমগঞ্জে অরুণ চন্দ্র সাহা নামে ডিস্ট্রিবিউটরের বাসায় তার ম্যানেজারের ঝুলন্ত লাশ পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে। হিসাবে গরমিল থাকায় গত ২৬ জুন থেকে তিনি ওই বাসায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। পরে বুধবার তার মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত বিদ্যুৎ কুমার সাহা (৫০) চাঁদপুর জেলার সদর উপজেলার প্রদীপ প্লাজার গুয়াখোলা এলাকার বীরেন্দ্র কুমার সাহার ছেলে।
বুধবার ভোরের দিকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার এসএ কলেজসংলগ্ন লেক টাওয়ারে অবস্থিত ডিস্টিবিউটর মালিকের বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বিদ্যুৎ কুমার সাহা লক্ষ্মীপুর জেলা ডিস্টিবিউটরের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় কোম্পানির ডিস্টিবিউটরের সঙ্গে তার টাকার হিসাবে গরমিল সৃষ্টি হয়। গরমিল হওয়া টাকার হিসাব বুঝিয়ে দিতে গত ২৬ জুন থেকে চৌমুহনী এসএ কলেজসংলগ্ন ডিস্টিবিউটর অরুণ চন্দ্র সাহার লেক টাওয়ারের ভাড়া বাসায় অবস্থান করছিলেন তিনি।
বাড়ির মালিকের দাবি, মঙ্গলবার রাত ২টার পর তিনি ডিস্টিবিউটরের বাসায় ঘুমিয়ে পড়েন। এরপর ২টা থেকে ৫টার মধ্যে যে কোনো সময়ে তিনি সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা বেঁধে ফাঁস দেন।
বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবারের বক্তব্য এখনো পাওয়া যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।