কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ কামরুল হাছান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর একটি টিম জেলার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
কামরুল হাছান চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের গোলাইকরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী কামরুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান, একটি রামদা, একটি ছোরা এবং ২১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তিনি জানান, কামরুল হাছান দীর্ঘদিন যাবত চৌদ্দগ্রামসহ জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার
কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ কামরুল হাছান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর একটি টিম জেলার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
কামরুল হাছান চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পদুয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের গোলাইকরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী কামরুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান, একটি রামদা, একটি ছোরা এবং ২১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
তিনি জানান, কামরুল হাছান দীর্ঘদিন যাবত চৌদ্দগ্রামসহ জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।