মাছ ধরা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ২২:৪৭:২৪ | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে রুহুল আমীন (৩৫) নামে এক যুবক নিহত ও ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার ঠাকুরবাখাই গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নাকানন্দি নদী থেকে তিন দিন আগে রুহুল আমীন পক্ষের একটি মাছ ধরার জাল হারানো যায়। এ নিয়ে বৃহস্পতিবার বিকালে সংঘর্ষে রুহুল আমীন ও তার খালাতো ভাই উপজেলার ঠাকুরবাখাই গ্রামের হাফিজুল ইসলাম, আব্দুল হান্নান, সিদ্দিকুর রহমান, অপরপক্ষের ইয়াসিন আলী তার ছেলে ফুলচান মিয়া ও বাবুল মিয়া আহত হন। তাদের ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পর রুহুল আমিনের মৃত্যু হয়।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মাছ ধরা নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে রুহুল আমীন (৩৫) নামে এক যুবক নিহত ও ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার ঠাকুরবাখাই গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, নাকানন্দি নদী থেকে তিন দিন আগে রুহুল আমীন পক্ষের একটি মাছ ধরার জাল হারানো যায়। এ নিয়ে বৃহস্পতিবার বিকালে সংঘর্ষে রুহুল আমীন ও তার খালাতো ভাই উপজেলার ঠাকুরবাখাই গ্রামের হাফিজুল ইসলাম, আব্দুল হান্নান, সিদ্দিকুর রহমান, অপরপক্ষের ইয়াসিন আলী তার ছেলে ফুলচান মিয়া ও বাবুল মিয়া আহত হন। তাদের ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পর রুহুল আমিনের মৃত্যু হয়।
ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।