যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্মরণে কাঁঠালিয়ায় দোয়া মাহফিল
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ১৮:১৭:২৩ | অনলাইন সংস্করণ

আধুনিক শিল্প প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা, দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা, কীর্তিমান মহাপুরুষ বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় স্থানীয় মরহুম বীর মুক্তিযোদ্ধা ফারুক সিকদার ফাউন্ডেশন মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে দৈনিক যুগান্তরের কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি মো. শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. শাখাওয়াত হোসেন অপু সিকদার এবংউপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. তাকিুজ্জামান ব্লু।
স্মরণসভায় বক্তব্য রাখেন কাঁঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসউদুল আলম, শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যাপক মো. আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বজন সমাবেশের যুগ্ম আহ্বায়ক মো. মাঈনুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. মহসিন খানের সঞ্চালনায় দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইমাম ও খতিব মাওলানা খাইরুল আমিন ছগির।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

আধুনিক শিল্প প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা, দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা, কীর্তিমান মহাপুরুষ বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় স্থানীয় মরহুম বীর মুক্তিযোদ্ধা ফারুক সিকদার ফাউন্ডেশন মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে দৈনিক যুগান্তরের কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি মো. শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. শাখাওয়াত হোসেন অপু সিকদার এবং উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. তাকিুজ্জামান ব্লু।
স্মরণসভায় বক্তব্য রাখেন কাঁঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসউদুল আলম, শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যাপক মো. আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বজন সমাবেশের যুগ্ম আহ্বায়ক মো. মাঈনুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. মহসিন খানের সঞ্চালনায় দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইমাম ও খতিব মাওলানা খাইরুল আমিন ছগির।