কেরানীগঞ্জে মসজিদে পুলিশের করোনা সচেতনতামূলক প্রচারণা
যুগান্তর প্রতিবেদন
১৯ জুলাই ২০২১, ০৩:১২:১৮ | অনলাইন সংস্করণ
বর্তমান ভয়াবহ করোনা পরিস্থিতিতে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মসজিদে মসজিদে প্রতি সপ্তাহে করোনা সচেতনতামূলক বিষয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে পুলিশ।
শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ ওই থানাধীন কালিগঞ্জ বড় মসজিদে জুমার নামাজের খুতবার আগেও করোনা সচেতনতাসহ মাদক, জঙ্গিবাদ, ধর্ষণ, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, থানা দালাল মুক্ত হওয়া ও বিনা পয়সায় জিডি-মামলা সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব নির্দেশনা মানার জন্য এলাকাবাসীকে আহ্বান জানান তিনি।
তার এ কার্যক্রম চলছে গত ৮ মাস ধরে। এরই মধ্যে তিনি অন্তত ৩০ টি মসজিদে খুতবার আগে বক্তব্য রাখেন। পাশাপাশি অন্যান্য পুলিশ সদস্যদের মাধ্যমে এলাকার ৫০টির বেশি মসজিদে এসব কর্মসূচি পালন করা হয়েছে।
এ বিষয়ে ওসি আবুল কালাম আজাদ যুগান্তরকে বলেন, বর্তমান করোনা পরিস্থিতি প্রতিরোধে সচেতনতাসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়গুলো এলাকাবাসীর জানা প্রয়োজন। করোনার ভয়াবহতার পাশাপাশি সমাজে আরও ভয়াবহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই করোনাসহ সব বিপদজনক বিষয় সম্বন্ধে অধিবাসীদের সচেতন করে তুলতেই আমার এ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে করোনার পাশাপাশি সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ, কিশোর গ্যাংসহ সমাজের প্রতিটি অপরাধ ও প্রতিবন্ধকতা প্রতিরোধে পুলিশ জনগণের বন্ধু হিসেবে পাশে থাকার বিষয়টি আমি নিশ্চিত করতে চাই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কেরানীগঞ্জে মসজিদে পুলিশের করোনা সচেতনতামূলক প্রচারণা
বর্তমান ভয়াবহ করোনা পরিস্থিতিতে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে মসজিদে মসজিদে প্রতি সপ্তাহে করোনা সচেতনতামূলক বিষয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে পুলিশ।
শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ ওই থানাধীন কালিগঞ্জ বড় মসজিদে জুমার নামাজের খুতবার আগেও করোনা সচেতনতাসহ মাদক, জঙ্গিবাদ, ধর্ষণ, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, থানা দালাল মুক্ত হওয়া ও বিনা পয়সায় জিডি-মামলা সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব নির্দেশনা মানার জন্য এলাকাবাসীকে আহ্বান জানান তিনি।
তার এ কার্যক্রম চলছে গত ৮ মাস ধরে। এরই মধ্যে তিনি অন্তত ৩০ টি মসজিদে খুতবার আগে বক্তব্য রাখেন। পাশাপাশি অন্যান্য পুলিশ সদস্যদের মাধ্যমে এলাকার ৫০টির বেশি মসজিদে এসব কর্মসূচি পালন করা হয়েছে।
এ বিষয়ে ওসি আবুল কালাম আজাদ যুগান্তরকে বলেন, বর্তমান করোনা পরিস্থিতি প্রতিরোধে সচেতনতাসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়গুলো এলাকাবাসীর জানা প্রয়োজন। করোনার ভয়াবহতার পাশাপাশি সমাজে আরও ভয়াবহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাই করোনাসহ সব বিপদজনক বিষয় সম্বন্ধে অধিবাসীদের সচেতন করে তুলতেই আমার এ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে করোনার পাশাপাশি সন্ত্রাস, মাদক, বাল্য বিবাহ, কিশোর গ্যাংসহ সমাজের প্রতিটি অপরাধ ও প্রতিবন্ধকতা প্রতিরোধে পুলিশ জনগণের বন্ধু হিসেবে পাশে থাকার বিষয়টি আমি নিশ্চিত করতে চাই।