নোয়াখালীতে মেয়েদের ছবি তোলাকে কেন্দ্র করে গুলিবিদ্ধ ৩

 নোয়াখালী প্রতিনিধি 
২৩ জুলাই ২০২১, ০৩:২৯ পিএম  |  অনলাইন সংস্করণ
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে দুই কিশোরীর ছবি তোলাকে কেন্দ্র করে তিনজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব মধুপুর গ্রামের চুঙ্গারপোল এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন- মো. বেচু মিয়া (৫০), তার ছেলে মো. নুর নবী (১১) ও মো. হাসান (২৬)। 

আহতরা হলেন- আবুল হোসেন (৪১), তার ছেলে আবুল হোসেন (৪১) ও মো. আলাউদ্দিন (৪০)।

বেগমগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে পূর্ব মধুপুর গ্রামের কিশোরী সামলা ও শান্তা সাজগোজ করে বাড়ির পাশে ঘুরতে বের হয়। এ সময় পশ্চিম মধুপরের কয়েকজন বখাটে মোবাইল ফোন দিয়ে ওই দুই মেয়ের সঙ্গে ছবি তোলার চেষ্টা করে এবং তাদের ইভটিজিং করে। 

বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসলে তারা ছবি তুলতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা  হয়। এ সময় ইভটিজিংয়ের শিকার কিশোরীরা বিষয়টি বাড়িতে গিয়ে স্বজনদের জানালে তারা এসে অভিযুক্তদের শাসিয়ে যায়। 

পরে এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে পশ্চিম মধুপুরের বখাটে কালু, বিজয়, শাকিল ও বাহারের নেতৃত্বে ১৫-২০ জন দল বেধে পূর্ব মধুপুর গ্রামে এসে এলাকাবাসীর ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দুই পথচারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়। পরে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায়  আহত হয়েছেন আরও তিনজন।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলিবিদ্ধ তিনজন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। পরবর্তীতে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন