কুমিল্লায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার
jugantor
কুমিল্লায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

  কুমিল্লা ব্যুরো  

২৬ জুলাই ২০২১, ১৫:১৩:৩৩  |  অনলাইন সংস্করণ

পিটিয়ে হত্যা

কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জের ধরে শাহিনুর আক্তার (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী আনসার বাহিনীর সদস্য জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

সোমবার ভোরে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাদেকপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে একই উপজেলার খাড়াতাইয়া গ্রামের ছাফর আলীর মেয়ে শাহিনুর আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলেসন্তান রয়েছে। বড় ছেলে রবিউল একাদশ শ্রেণি ও ছোট ছেলে সাকিব নবম শ্রেণির শিক্ষার্থী।

জাহাঙ্গীর জেলার বরুড়া উপজেলায় আনসার বাহিনীতে কর্মরত আছেন। ঈদের পর দিন বৃহস্পতিবার রাতে ছুটিতে বাড়ি আসেন তিনি। সোমবার ভোর সাড়ে ৪টায় দাম্পত্য কলহের জের ধরে লাঠি দিয়ে শাহিনুর আক্তারের মাথায় আঘাত করে জাহাঙ্গীর। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা জাহাঙ্গীরের বাড়ির সামনে জড়ো হন। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক জাহাঙ্গীরকে গ্রেফতার করে।

বুড়িচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে নিহত ওই গৃহবধূর মহদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আনসার সদস্য জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর হত্যার কথা স্বীকার করেছে।

কুমিল্লায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

 কুমিল্লা ব্যুরো 
২৬ জুলাই ২০২১, ০৩:১৩ পিএম  |  অনলাইন সংস্করণ
পিটিয়ে হত্যা
ফাইল ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জের ধরে শাহিনুর আক্তার (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী আনসার বাহিনীর সদস্য জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।

সোমবার ভোরে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাদেকপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে একই উপজেলার খাড়াতাইয়া গ্রামের ছাফর আলীর মেয়ে শাহিনুর আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলেসন্তান রয়েছে। বড় ছেলে রবিউল একাদশ শ্রেণি ও ছোট ছেলে সাকিব নবম শ্রেণির শিক্ষার্থী।

জাহাঙ্গীর জেলার বরুড়া উপজেলায় আনসার বাহিনীতে কর্মরত আছেন। ঈদের পর দিন বৃহস্পতিবার রাতে ছুটিতে বাড়ি আসেন তিনি। সোমবার ভোর সাড়ে ৪টায় দাম্পত্য কলহের জের ধরে লাঠি দিয়ে শাহিনুর আক্তারের মাথায় আঘাত করে জাহাঙ্গীর। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা জাহাঙ্গীরের বাড়ির সামনে জড়ো হন। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক জাহাঙ্গীরকে গ্রেফতার করে।

বুড়িচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে নিহত ওই গৃহবধূর মহদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আনসার সদস্য জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর হত্যার কথা স্বীকার করেছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন