আমেরিকার উদ্দেশে কোম্পানীগঞ্জ ছেড়েছেন কাদের মির্জা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ২১:১৪:০৫ | অনলাইন সংস্করণ
আমেরিকার উদ্দেশে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ঢাকার পথে যাত্রা করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির দরজায় মা-বাবার কবর জিয়ারত শেষে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
মেয়র আবদুল কাদের মির্জার আমেরিকা যাওয়ার বিষয়টি তার সফরসঙ্গী আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য, নিউইয়র্ক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইয়ুব আলী নিশ্চিত করেন।
তিনি বলেন, মেয়র আবদুল কাদের মির্জা বুধবার ভোর ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে যাত্রা শুরু করবেন। নিয়মিত চেকআপ করতে তিনি আমেরিকা যাচ্ছেন। আগামী ১২ আগস্ট চিকিৎসা শেষে তার দেশে ফিরে আসার কথা রয়েছে।
আমেরিকা যাত্রায় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক ও আমেরিকা প্রবাসী আইয়ুব আলী।
ইতোপূর্বে বড়ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরামর্শে ফলোআপ চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার উদ্দেশে গত ১০ জুন সব প্রস্তুতি সম্পন্ন করেও শেষ মুহূর্তে অজ্ঞাত কারণে যাত্রা বাতিল করে বিমানবন্দর থেকে ফিরে আসেন কাদের মির্জা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমেরিকার উদ্দেশে কোম্পানীগঞ্জ ছেড়েছেন কাদের মির্জা
আমেরিকার উদ্দেশে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ঢাকার পথে যাত্রা করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির দরজায় মা-বাবার কবর জিয়ারত শেষে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
মেয়র আবদুল কাদের মির্জার আমেরিকা যাওয়ার বিষয়টি তার সফরসঙ্গী আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য, নিউইয়র্ক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইয়ুব আলী নিশ্চিত করেন।
তিনি বলেন, মেয়র আবদুল কাদের মির্জা বুধবার ভোর ৪টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিকিৎসার জন্য আমেরিকার উদ্দেশে যাত্রা শুরু করবেন। নিয়মিত চেকআপ করতে তিনি আমেরিকা যাচ্ছেন। আগামী ১২ আগস্ট চিকিৎসা শেষে তার দেশে ফিরে আসার কথা রয়েছে।
আমেরিকা যাত্রায় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন ছেলে মির্জা মাশরুর কাদের তাশিক ও আমেরিকা প্রবাসী আইয়ুব আলী।
ইতোপূর্বে বড়ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরামর্শে ফলোআপ চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার উদ্দেশে গত ১০ জুন সব প্রস্তুতি সম্পন্ন করেও শেষ মুহূর্তে অজ্ঞাত কারণে যাত্রা বাতিল করে বিমানবন্দর থেকে ফিরে আসেন কাদের মির্জা।