ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় ৪ পুলিশ আহত
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
০৪ আগস্ট ২০২১, ২২:২৭:১২ | অনলাইন সংস্করণ
মাদক ব্যবসায়ী ও তারসহযোগীদের হামলায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের চার সদস্য আহত হয়েছেন। মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করতে গেলে এই ঘটনা ঘটে।
ঘটনার পর এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখপূর্বক থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রেজানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহারের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় থানার এসআই মো. সাইফুল ইসলাম ও এসআই কামাল হোসেনসহ পুলিশের একটি দল উপজেলার চান্দলা রামচন্দ্রপুর এলাকায় মাদক মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিহসহ তাদের ১৫-২০ জন সহযোগী দেশীয় অস্ত্র রামদা, লাঠি-সোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
হামলায় ৪ পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই সাইফুল ইসলাম, এসআই কামাল হোসেন, এএসআই কৃষ্ণ সরকার ও কনস্টেবলনুরুজ্জামান।
পরে থানা থেকে ওসিসহ অতিরিক্ত পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-ব্রাহ্মণপাড়া থানার চান্দলা রামচন্দ্রপুর এলাকার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে আবুল কালাম আজাদ প্রকাশ খোকন (৪৯), উপজেলার চান্দলা হুরারপার এলাকার আবু জাহেরের ছেলে ইকবাল হোসেন (২৭) ও চান্দলা ধলগ্রাম এলাকার জাহাঙ্গীর আলীর ছেলে এনামুল হক (২৫)।
ওসি অপ্পেলা রাজু নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীর হামলায় ৪ পুলিশ আহত
মাদক ব্যবসায়ী ও তার সহযোগীদের হামলায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের চার সদস্য আহত হয়েছেন। মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করতে গেলে এই ঘটনা ঘটে।
ঘটনার পর এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখপূর্বক থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহারের নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় থানার এসআই মো. সাইফুল ইসলাম ও এসআই কামাল হোসেনসহ পুলিশের একটি দল উপজেলার চান্দলা রামচন্দ্রপুর এলাকায় মাদক মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিহসহ তাদের ১৫-২০ জন সহযোগী দেশীয় অস্ত্র রামদা, লাঠি-সোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
হামলায় ৪ পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই সাইফুল ইসলাম, এসআই কামাল হোসেন, এএসআই কৃষ্ণ সরকার ও কনস্টেবল নুরুজ্জামান।
পরে থানা থেকে ওসিসহ অতিরিক্ত পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন-ব্রাহ্মণপাড়া থানার চান্দলা রামচন্দ্রপুর এলাকার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে আবুল কালাম আজাদ প্রকাশ খোকন (৪৯), উপজেলার চান্দলা হুরারপার এলাকার আবু জাহেরের ছেলে ইকবাল হোসেন (২৭) ও চান্দলা ধলগ্রাম এলাকার জাহাঙ্গীর আলীর ছেলে এনামুল হক (২৫)।
ওসি অপ্পেলা রাজু নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।