কুমিল্লায় মডেল মসজিদে হিন্দি গানে লাইকি ভিডিও, সমালোচনার ঝড়
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
০৭ আগস্ট ২০২১, ২০:১০:০১ | অনলাইন সংস্করণ
কুমিল্লার দাউদকান্দিতে সদ্য উদ্বোধন করা মডেল মসজিদে হিন্দি গানের সঙ্গে তরুণ-তরুণীর ধারণ করা একটি লাইকি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
ভিডিওতে দেখা গেছে, মসজিদের সিঁড়ি বেয়ে উঠে সামনের খোলা স্থানে হিন্দি গানের সঙ্গে দুই তরুণ-তরুণী নানা অঙ্গভঙ্গি করে নাচছেন। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা জানা যায়নি।
দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন নিজের ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘দাউদকান্দি উপজেলা মডেল মসজিদের সামনে টিকটক। যাইতাম কই?’
এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলমানরা তীব্র সমালোচনা করেছেন। অবিলম্বে ওই তরুণ-তরুণীকে আটক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানা যুগান্তরকে বলেন, ভিডিওতে থাকা তরুণ-তরুণীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের শনাক্তের চেষ্টা চলছে। আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় মডেল মসজিদে হিন্দি গানে লাইকি ভিডিও, সমালোচনার ঝড়
কুমিল্লার দাউদকান্দিতে সদ্য উদ্বোধন করা মডেল মসজিদে হিন্দি গানের সঙ্গে তরুণ-তরুণীর ধারণ করা একটি লাইকি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
ভিডিওতে দেখা গেছে, মসজিদের সিঁড়ি বেয়ে উঠে সামনের খোলা স্থানে হিন্দি গানের সঙ্গে দুই তরুণ-তরুণী নানা অঙ্গভঙ্গি করে নাচছেন। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা জানা যায়নি।
দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন নিজের ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘দাউদকান্দি উপজেলা মডেল মসজিদের সামনে টিকটক। যাইতাম কই?’
এ ঘটনায় স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলমানরা তীব্র সমালোচনা করেছেন। অবিলম্বে ওই তরুণ-তরুণীকে আটক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানা যুগান্তরকে বলেন, ভিডিওতে থাকা তরুণ-তরুণীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের শনাক্তের চেষ্টা চলছে। আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।