জাতীয় শোক দিবসে বিনামূল্যে অক্সিজেন সেবা
কুমিল্লায় জাতীয় শোক দিবস উপলক্ষে করোনা আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান শুরু করেছে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম। রোববার দুপুরে নগরীর নিউমার্কেট এলাকায় এ অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
এ সময় নগরীতে করোনায় আক্রান্তদের বাসায় বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করা হয়।
ইয়ুথ ক্যাডেট ফোরামের সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করেন। করোনার মহামারীতে এ সংগঠন মানবিক এ সেবা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ১৫ অগাস্ট বাঙালি জাতির শোকের দিন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের এদিনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন একটি শোকের দিনে ইয়ুথ ক্যাডেট ফোরাম যে মানবিক কাজ শুরু করেছে তা অবশ্যই প্রশংসনীয়। ইয়ুথ ফোরাম বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে করোনা আক্রান্ত অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা শুরু করেছে। আমি তাদের সাফল্য কামনা করছি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মুজিবুল হক।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক এবং কুমিল্লা ইউনিটের সভাপতি আ ন ম মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. এমএ মাসুম হান্নান, কুমিল্লা ইউনিটের সাধারণ সম্পাদক মাশুক মেহেদী সাকিব, সাংগঠনিক সম্পাদক এক্স সিইও জাহিদুল হাসান, সহকারী সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রিফাত, ক্রীড়া সম্পাদক নাজমুল হাসান খান, সহ সম্পাদক এবং লালমাই ইউনিটের আহ্বায়ক ফুয়াদ আহম্মেদ আসিফ, সদস্য এবং ক্যান্টনমেন্ট ইউনিটের আহ্বায়ক মো. বায়েজিদ প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জাতীয় শোক দিবসে বিনামূল্যে অক্সিজেন সেবা
কুমিল্লায় জাতীয় শোক দিবস উপলক্ষে করোনা আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান শুরু করেছে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম। রোববার দুপুরে নগরীর নিউমার্কেট এলাকায় এ অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।
এ সময় নগরীতে করোনায় আক্রান্তদের বাসায় বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করা হয়।
ইয়ুথ ক্যাডেট ফোরামের সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করেন। করোনার মহামারীতে এ সংগঠন মানবিক এ সেবা অব্যাহত রাখবে বলে জানিয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ১৫ অগাস্ট বাঙালি জাতির শোকের দিন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের এদিনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এমন একটি শোকের দিনে ইয়ুথ ক্যাডেট ফোরাম যে মানবিক কাজ শুরু করেছে তা অবশ্যই প্রশংসনীয়। ইয়ুথ ফোরাম বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে করোনা আক্রান্ত অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা শুরু করেছে। আমি তাদের সাফল্য কামনা করছি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মুজিবুল হক।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক এবং কুমিল্লা ইউনিটের সভাপতি আ ন ম মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. এমএ মাসুম হান্নান, কুমিল্লা ইউনিটের সাধারণ সম্পাদক মাশুক মেহেদী সাকিব, সাংগঠনিক সম্পাদক এক্স সিইও জাহিদুল হাসান, সহকারী সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন রিফাত, ক্রীড়া সম্পাদক নাজমুল হাসান খান, সহ সম্পাদক এবং লালমাই ইউনিটের আহ্বায়ক ফুয়াদ আহম্মেদ আসিফ, সদস্য এবং ক্যান্টনমেন্ট ইউনিটের আহ্বায়ক মো. বায়েজিদ প্রমুখ।