রেল সড়কের পাশে অজ্ঞাত লাশ
কুমিল্লার বুড়িচংয়ে রেল সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর এলাকার উত্তর অংশে ঢাকা-চট্টগ্রাম রেলসড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এ সময় বুড়িচং থানা পুলিশের উপস্থিতিতে কুমিল্লা রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন জানান, লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান হাত ভাঙা। লাশের শরীরে শুধু লুঙ্গি ছিল, অন্য কোনো কাপড় ছিল না। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। আমরা নিহতের পরিচয় শনাক্ত করতে চেষ্টা অব্যাহত রেখেছি। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রেল সড়কের পাশে অজ্ঞাত লাশ
কুমিল্লার বুড়িচংয়ে রেল সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর এলাকার উত্তর অংশে ঢাকা-চট্টগ্রাম রেলসড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এ সময় বুড়িচং থানা পুলিশের উপস্থিতিতে কুমিল্লা রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন জানান, লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান হাত ভাঙা। লাশের শরীরে শুধু লুঙ্গি ছিল, অন্য কোনো কাপড় ছিল না। এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। আমরা নিহতের পরিচয় শনাক্ত করতে চেষ্টা অব্যাহত রেখেছি। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।