প্রতিবেশীকে শায়েস্তা করতে ভেঙে ফেলা হলো কাঠের সেতু

 বাগেরহাট প্রতিনিধি 
২২ আগস্ট ২০২১, ০১:১৯ এএম  |  অনলাইন সংস্করণ

বাগেরহাটের মোড়েলগঞ্জে প্রতিবেশীকে শায়েস্তা করতে প্রতিপক্ষের লোকজন একটি কাঠের সেতু ভেঙে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। 

শুক্রবার বিকেলে মোড়েলগঞ্জ উপজেলার ২ নম্বর পঞ্চকরণ ইউনিয়নের উত্তরকুমারিয়া জোলা গ্রামের হাবিব কাজীর বাড়ির সামনের কাঠের সেতুটি ভেঙে ফেলা হয়।

হাবিব কাজীর অভিযোগ, তার প্রতিপক্ষ মনোয়ার মুন্সি মনো ও তার লোকজন এ সেতু ভেঙে ফেলে। ফলে তিনিসহ আশপাশের দশটি পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। 

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছেন হাবিব কাজী।

একই এলাকার শেখ রফিকুল ইসলাম বলেন, হাবিব কাজী এই সেতুটি নির্মাণ করলেও আমরা সবাই এটি ব্যবহার করতাম। কিন্তু শুক্রবার বিকেলে হঠাৎ করে মনোয়ার মুন্সি ও তার লোকজন এ সেতুটি ভেঙে ফেলে। ফলে আমরা মারাত্মক ভোগান্তিতে পড়েছি।

২ নম্বর পঞ্চকরণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামরুল মুন্সি বলেন, শুক্রবার বিকেলে হাবিব কাজী ও আসলাম মুন্সিদের মাঝে বিরোধ মীমাংসার জন্য সালিশ বসেছিল। এই সময় দুই পক্ষই উত্তেজিত হলে সালিশ বন্ধ করে দেওয়া হয়। পরে আসলাম মুন্সি ও তার লোকজন হাবিব কাজীর বাড়িতে ঢুকে সেতুটি ভেঙে ফেলেছে। 
এ বিষয়ে মনোয়ার মুন্সি বলেন, সবাই উত্তেজিত হলে সালিশ বৈঠক বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কিছু পোলাপান সেতুটি ভেঙে ফেলে। আমি এই সেতু ভাঙার সঙ্গে জড়িত নই। 

পাঁচগাঁও পুলিশ ক্যাম্পের এএসআই এ এস এম মফিজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আমরা কাঠের সেতু ভাঙার সত্যতা পেয়েছি। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, চলাচলের সেতু ভেঙে ফেলার বিষয়টি খুবই দুঃখজনক। আমাদের কাছে অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন