ডেঙ্গি কেড়ে নিল রাজবাড়ীর কলেজশিক্ষকের প্রাণ

 রাজবাড়ী প্রতিনিধি 
০২ সেপ্টেম্বর ২০২১, ০২:৫৬ পিএম  |  অনলাইন সংস্করণ
গাজী রুমা নাসরিন
গাজী রুমা নাসরিন। ছবি: যুগান্তর

ডেঙ্গিজ্বরে আক্রান্ত হয়ে রাজবাড়ীর একটি কলেজশিক্ষক গাজী রুমা নাসরিনের (৪২) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

মৃত গাজী রুমা নাসরিন রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি শহরের ২ নম্বর বেড়াডাঙ্গার নাজমুল আলম চৌধুরী স্থানীয় অংকুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষকের স্ত্রী। রুমার বাবার বাড়ি শহরের লক্ষ্মীকোল গ্রামের রাজারবাড়ি এলাকায়।

রুমা নাসরিনের ভাই নেওয়াজ খাইরু উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব জানান, কয়েক দিন আগে ছেলের ভর্তি পরীক্ষার জন্য রুমা নাসরিন ঢাকায় তার ছোট ভাইয়ের বাসায় ছিলেন। সেখানে রুমা ও ছোট ভাইয়ের স্ত্রী ডেঙ্গিতে আক্রান্ত হন।

শুক্রবার রুমা রাজবাড়ীতে ফিরে যান। সেখানে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে ফের ঢাকার শমরিতা হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে বুধবার বিকালে তাকে লাইফসাপোর্টে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সেখানেই তিনি মারা যান।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ভয়ংকর ডেঙ্গু

জেলার খবর
অনুসন্ধান করুন