যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মরণে নবাবগঞ্জে দোয়া মাহফিল
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২৫:০১ | অনলাইন সংস্করণ
ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, দেশবরেণ্য শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে শুক্রবার বিকাল ৫টায় রাধাকান্তপুর ঈদগাঁহ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় স্মরণ সভায় আলোচকরা বলেন, নুরুল ইসলাম এ অঞ্চলের মানুষের সুখ ও দুঃখের সাথী ছিলেন। তিনি দোহার ও নবাবগঞ্জের উন্নয়নমূলক কর্মকাণ্ডে একজন নিবেদিত মানুষ হিসেবে সবার পাশে থেকে উন্নয়ন কাজে অংশগ্রহণ করেছেন। দেশ ও জাতির সাহসী বীরসন্তান নুরুল ইসলাম এ অঞ্চলের যে কোনো দুর্যোগময় মুহূর্তে সবার আগে ঝাঁপিয়ে পড়তেন। তিনি দোহার পদ্মা নদীর বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে দিন-রাত পরিশ্রম করেছেন।
নয়নশ্রী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ওয়াসিম আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির নেতা ডা. আলাউদ্দিন আল আজাদ, আনোয়ার হোসেন, নুরে আলম, ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা খলিল দেওয়ান, সজল শীল প্রমুখ। পরে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু সালেহ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ঢাকার নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, দেশবরেণ্য শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে শুক্রবার বিকাল ৫টায় রাধাকান্তপুর ঈদগাঁহ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় স্মরণ সভায় আলোচকরা বলেন, নুরুল ইসলাম এ অঞ্চলের মানুষের সুখ ও দুঃখের সাথী ছিলেন। তিনি দোহার ও নবাবগঞ্জের উন্নয়নমূলক কর্মকাণ্ডে একজন নিবেদিত মানুষ হিসেবে সবার পাশে থেকে উন্নয়ন কাজে অংশগ্রহণ করেছেন। দেশ ও জাতির সাহসী বীরসন্তান নুরুল ইসলাম এ অঞ্চলের যে কোনো দুর্যোগময় মুহূর্তে সবার আগে ঝাঁপিয়ে পড়তেন। তিনি দোহার পদ্মা নদীর বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে দিন-রাত পরিশ্রম করেছেন।
নয়নশ্রী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ওয়াসিম আহমেদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির নেতা ডা. আলাউদ্দিন আল আজাদ, আনোয়ার হোসেন, নুরে আলম, ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা খলিল দেওয়ান, সজল শীল প্রমুখ। পরে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু সালেহ।