কাউন্সিলদের দাবি মেয়র নির্দোষ, দুর্নীতিসহ নানা অভিযোগের তদন্ত কাল

 কেশবপুর (যশোর) প্রতিনিধি 
০৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৮ পিএম  |  অনলাইন সংস্করণ
মেয়র রফিকুল ইসলাম
লিখিত বক্তব্য পাঠ করেন পৌর কাউন্সিলর ও যুবলীগের কেশবপুর শাখার আহ্বায়ক শেখ শহীদুজ্জামান শহীদ। ছবি: যুগান্তর

কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন দুর্নীতি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন পৌরসভার ৮ জন কাউন্সিলর। মঙ্গলবার সকালে কেশবপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, পৌর কাউন্সিলর ও যুবলীগের কেশবপুর শাখার আহ্বায়ক শেখ শহীদুজ্জামান শহীদ। এতে উপস্থিত ছিলেন, কাউন্সিলর কামাল খান, খাদিজা খাতুন, আফজাল হোসেন বাবু, জিএম কবির হোসেন, আতিয়ার রহমান, মনোয়ার হোসেন মিন্টু ও আব্দুল হালিম।

এদিকে বুধবার মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, মাদক গ্রহণসহ বিভিন্ন অভিযোগের তদন্ত করা হবে বলে একটি চিঠিতে জানানো হয়েছে। খুলনার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এই ঘটনা এখন কেশবপুরে ‘টক অব দ্য টাউন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন