৭৫ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণ, গ্রেফতার ১
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ০১:২২:১৩ | অনলাইন সংস্করণ
সিলেটের ওসমানীনগরে (৭৫) বছর বয়সী এক বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগে সেবুল মিয়া (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উসমানপুর ইউনিয়নের মোমিনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সেবুল মিয়া ওই গ্রামের মৃত মকলিছ মিয়ার পুত্র। এর আগে বুধবার বিকাল ৪টার দিকে ওই বৃদ্ধা বাদী হয়ে ওসমানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার উসমানপুর ইউনিয়নের ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধার কোনো ছেলে সন্তান না থাকায় তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। নিজ বাড়িতে তিনি একাই থাকেন। মঙ্গলবার ভোরে সেবুল মিয়া বৃদ্ধার ঘরে ডুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে মহিলা স্থানীদের বিষয়টি অবগত করে থানায় মামলা দায়ের করলে পুলিশ বৃদ্ধাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ধর্ষণের অভিযোগে বৃদ্ধা মামলা করলে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৭৫ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণ, গ্রেফতার ১
সিলেটের ওসমানীনগরে (৭৫) বছর বয়সী এক বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগে সেবুল মিয়া (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উসমানপুর ইউনিয়নের মোমিনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সেবুল মিয়া ওই গ্রামের মৃত মকলিছ মিয়ার পুত্র। এর আগে বুধবার বিকাল ৪টার দিকে ওই বৃদ্ধা বাদী হয়ে ওসমানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার উসমানপুর ইউনিয়নের ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধার কোনো ছেলে সন্তান না থাকায় তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। নিজ বাড়িতে তিনি একাই থাকেন। মঙ্গলবার ভোরে সেবুল মিয়া বৃদ্ধার ঘরে ডুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে মহিলা স্থানীদের বিষয়টি অবগত করে থানায় মামলা দায়ের করলে পুলিশ বৃদ্ধাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ধর্ষণের অভিযোগে বৃদ্ধা মামলা করলে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।