মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়লেন কলেজছাত্র
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ১১:২৬:২৬ | অনলাইন সংস্করণ
কুমিল্লায় মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ে জসিম উদ্দিন (২৬) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১১টায় ঢাকা -চট্টগ্রাম রেল সড়কের শিমড়া ও বানাসুয়ার মাঝামাঝি স্থানে আমড়াতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় ব্যবসায়ী এমরান হোসেন রানা যুগান্তরকে জানান, রাতে আমড়াতলী এলকায় এক যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে হেঁটে দক্ষিণ দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেন অনেক বার হর্ন দিচ্ছিল। এটা আমরা শুনেছি কিন্তু ওই যুবক শোনেননি। ট্রেনটি যাওয়ার পর দেখি তার লাশ পড়ে আছে।
নিহতের বড় ভাই ও বাদশা মিয়া বাজারের একটি ফার্মেসির স্বত্বাধিকারী গিয়াস উদ্দিন জানান, আমার ভাই জসিম উদ্দিন দুপুরে খাওয়ার পর বাসা থেকে বের হয় যায়। সন্ধ্যায় কয়েকজন লোকের মাধ্যমে শুনতে পাই ট্রেন রাস্তার ওপর তার লাশ পড়ে আছে। নিহত জসিম উদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মাস্টার্সের ১৮-১৯ সেশনের প্রথম বর্ষের ছাত্র ও একটি ওষুধ কোম্পানি অক্সিনিন ফার্মাতে কর্মরত ছিলেন।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে এবং দুই হাত ট্রেনে কাটা পড়ে আলাদা হয়ে গেছে। লাশের সঙ্গে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়লেন কলেজছাত্র
কুমিল্লায় মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ে জসিম উদ্দিন (২৬) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত ১১টায় ঢাকা -চট্টগ্রাম রেল সড়কের শিমড়া ও বানাসুয়ার মাঝামাঝি স্থানে আমড়াতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় ব্যবসায়ী এমরান হোসেন রানা যুগান্তরকে জানান, রাতে আমড়াতলী এলকায় এক যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে হেঁটে দক্ষিণ দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী ট্রেন অনেক বার হর্ন দিচ্ছিল। এটা আমরা শুনেছি কিন্তু ওই যুবক শোনেননি। ট্রেনটি যাওয়ার পর দেখি তার লাশ পড়ে আছে।
নিহতের বড় ভাই ও বাদশা মিয়া বাজারের একটি ফার্মেসির স্বত্বাধিকারী গিয়াস উদ্দিন জানান, আমার ভাই জসিম উদ্দিন দুপুরে খাওয়ার পর বাসা থেকে বের হয় যায়। সন্ধ্যায় কয়েকজন লোকের মাধ্যমে শুনতে পাই ট্রেন রাস্তার ওপর তার লাশ পড়ে আছে। নিহত জসিম উদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মাস্টার্সের ১৮-১৯ সেশনের প্রথম বর্ষের ছাত্র ও একটি ওষুধ কোম্পানি অক্সিনিন ফার্মাতে কর্মরত ছিলেন।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে এবং দুই হাত ট্রেনে কাটা পড়ে আলাদা হয়ে গেছে। লাশের সঙ্গে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।