৯৯৯ নম্বরে ফোন পেয়ে সাকিবকে উদ্ধার করল পুলিশ
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৫:০২ | অনলাইন সংস্করণ
কুমিল্লার বুড়িচংয়ে ৯৯৯ নম্বরে কল পেয়ে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা বুড়িচং থানার নিমসার বাজার থেকে তাকে উদ্ধার করা হয়।
শিশুটির পরনে ছিল মেরুন কালার ফুলশার্ট ও লুঙ্গি। গায়ের রং ফর্সা। শিশুটি তার নাম সাকিব বলে জানায়। তার বাবার নাম আয়েত আলী, মায়ের নাম নাজমা বেগম, গ্রামের নাম সোনারগাঁ। এছাড়া আর কিছু জানাতে পারেনি সে।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই কামাল হোসেন যুগান্তর প্রতিনিধিকে বলেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে ৯৯৯ কল পেয়ে নিমসার বাজার থেকে শিশুটিকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি। তাকে তার বাবা-মায়ের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি।
এ বিষয় বুড়িচং থানায় একটি শিশু পাওয়া গেছে উল্লেখ করে সাধারণ ডায়েরি করা হয়েছে। সোনারগাঁ থানায় যোগাযোগ করা হয়েছ। তবে এখনো শিশুটির বাবা-মায়ের খোঁজ পাওয়া যায়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৯৯৯ নম্বরে ফোন পেয়ে সাকিবকে উদ্ধার করল পুলিশ
কুমিল্লার বুড়িচংয়ে ৯৯৯ নম্বরে কল পেয়ে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা বুড়িচং থানার নিমসার বাজার থেকে তাকে উদ্ধার করা হয়।
শিশুটির পরনে ছিল মেরুন কালার ফুলশার্ট ও লুঙ্গি। গায়ের রং ফর্সা। শিশুটি তার নাম সাকিব বলে জানায়। তার বাবার নাম আয়েত আলী, মায়ের নাম নাজমা বেগম, গ্রামের নাম সোনারগাঁ। এছাড়া আর কিছু জানাতে পারেনি সে।
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই কামাল হোসেন যুগান্তর প্রতিনিধিকে বলেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে ৯৯৯ কল পেয়ে নিমসার বাজার থেকে শিশুটিকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি। তাকে তার বাবা-মায়ের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি।
এ বিষয় বুড়িচং থানায় একটি শিশু পাওয়া গেছে উল্লেখ করে সাধারণ ডায়েরি করা হয়েছে। সোনারগাঁ থানায় যোগাযোগ করা হয়েছ। তবে এখনো শিশুটির বাবা-মায়ের খোঁজ পাওয়া যায়নি।