থানার সামনে অনশনে বসা নাসরিনকে নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ ২৮ নভেম্বর
ঝালকাঠি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৪:০৪ | অনলাইন সংস্করণ
ঝালকাঠির কিশোরী নাসরিন আক্তার সারার ওপর হামলা ও নির্যাতন ঘটনায় একমাত্র আসামি জুবায়ের আদনানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার আদালতের বিচারক এমএ হামিদ আগামী ২৮ নভেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেন।
এর আগে আসামিকে অভিযোগ পড়ে শোনান পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নান রসুল।
মামলা সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের একটি মসজিদের ইমাম জাকির হোসেনের ছেলে জুবায়ের আদনান বেশ কিছুদিন ধরে নাসরিন আক্তার সারাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে আদনান তার ওপর ক্ষিপ্ত হয়ে গত বছরের ২ অক্টোবর দুপরে জুবায়ের আদনান ফকিরবাড়ি সড়কের সারার বড়বোন আঁখিনুরের ভাড়া করা বাসায় সারার ওপর হামলা চালায়।
মারধরের একপর্যায়ে সারা জ্ঞান হারিয়ে ফেললে আদনান পালিয়ে যায়। খবর পেয়ে বড়বোন ও প্রতিবেশীরা সারাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর থানায় নিয়ে আসে। সেখান থেকে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ওই রাতেই ঝালকাঠি থানায় সারা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেফতার করতে না পারায় ক্ষুব্ধ সারা ঝালকাঠি থানার সামনে অনশনে বসে। পুলিশ ৭২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতারের আশ্বাস দিলে সে অনশন ভঙ্গ করে।
পুলিশের অভিযানে বাধ্য হয়ে ২০২০ সালের ১৩ অক্টোবর ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক এএসএম তারেক শামস জামিন আবেদন নামঞ্জুর করে জুবায়েরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
ঝালকাঠি ডিবি পুলিশের এসআই এনামুল হোসেন একই বছরের ডিসেম্বর মাসে আদনান জুবায়েরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
জুবায়ের বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। বর্তমানে তার বাবা ঝালকাঠি সদর উপজেলার ছিলারিশ গ্রামে একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। জুবায়ের ঝালকাঠি শহরের একটি কলেজের স্কাউটসের টিম লিডার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
থানার সামনে অনশনে বসা নাসরিনকে নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ ২৮ নভেম্বর
ঝালকাঠির কিশোরী নাসরিন আক্তার সারার ওপর হামলা ও নির্যাতন ঘটনায় একমাত্র আসামি জুবায়ের আদনানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার আদালতের বিচারক এমএ হামিদ আগামী ২৮ নভেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেন।
এর আগে আসামিকে অভিযোগ পড়ে শোনান পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নান রসুল।
মামলা সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের একটি মসজিদের ইমাম জাকির হোসেনের ছেলে জুবায়ের আদনান বেশ কিছুদিন ধরে নাসরিন আক্তার সারাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে আদনান তার ওপর ক্ষিপ্ত হয়ে গত বছরের ২ অক্টোবর দুপরে জুবায়ের আদনান ফকিরবাড়ি সড়কের সারার বড়বোন আঁখিনুরের ভাড়া করা বাসায় সারার ওপর হামলা চালায়।
মারধরের একপর্যায়ে সারা জ্ঞান হারিয়ে ফেললে আদনান পালিয়ে যায়। খবর পেয়ে বড়বোন ও প্রতিবেশীরা সারাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর থানায় নিয়ে আসে। সেখান থেকে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ওই রাতেই ঝালকাঠি থানায় সারা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেফতার করতে না পারায় ক্ষুব্ধ সারা ঝালকাঠি থানার সামনে অনশনে বসে। পুলিশ ৭২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতারের আশ্বাস দিলে সে অনশন ভঙ্গ করে।
পুলিশের অভিযানে বাধ্য হয়ে ২০২০ সালের ১৩ অক্টোবর ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক এএসএম তারেক শামস জামিন আবেদন নামঞ্জুর করে জুবায়েরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
ঝালকাঠি ডিবি পুলিশের এসআই এনামুল হোসেন একই বছরের ডিসেম্বর মাসে আদনান জুবায়েরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
জুবায়ের বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। বর্তমানে তার বাবা ঝালকাঠি সদর উপজেলার ছিলারিশ গ্রামে একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। জুবায়ের ঝালকাঠি শহরের একটি কলেজের স্কাউটসের টিম লিডার।