পানিতে ডুবে শিশুর মৃত্যু

 হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 
২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৫ পিএম  |  অনলাইন সংস্করণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাহিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পালিশারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তাহিয়া হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধ্যর্বপুর (উ:) ইউনিয়নে পালিশারা মিজি বাড়ির ইসলামের ছেলে। শিশুটি ছিল তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট।

তাহিয়ার মা জেসমিন বেগম যুগান্তরকে জানান, শনিবার দুপুর থেকে তাহিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বিকালে তাকে পাশের পুকুরে ভাসতে দেখে এলাকাবাসী। পরে শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন