রেললাইনে বসে পাবজি খেলা, প্রাণ গেল ইয়াসিনের

 নীলফামারী প্রতিনিধি 
১২ অক্টোবর ২০২১, ০৬:১৪ পিএম  |  অনলাইন সংস্করণ

নীলফামারী সদর উপজেলায় রেললাইনে বসে মোবাইলে পাবজি গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় ইয়াসিন আলী নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পলাশবাড়ী ইউনিয়নের মরিচখাওয়া ঘুমটি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইয়াসিন পলাশবাড়ী পরশমনি উচ্চ বিদ্যালয়েন নবম শ্রেণীর ছাত্র। সে ওই ইউনিয়নের আরাজী ইটাখোলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ইয়াসিন আলী সকাল ৮টার দিকে ওই জায়গায় ট্রেনের লাইনে বসে কয়েক বন্ধু মিলে মোবাইলে পাবজি গেম খেলছিল। এক সময়ে খুলনা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রেন তাদের কাছে এসে পড়লে সবাই সরে যায়। কিন্তু লাইনের ধারে ইয়াসিন আলীর পায়ের সেন্ডেল পড়ে থাকায় তা আনতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নীলফামারী থানার ওসি আব্দুর রউফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন