সুদের টাকা পরিশোধ না করতে পেরে আত্মহত্যার অভিযোগ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
১২ অক্টোবর ২০২১, ২২:২৬:৪৮ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চরচাষী গ্রামের এক যুবক সুদের টাকা পরিশোধ না করতে পেরে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল আজিজের ছেলে মো. শফিকুল (৪০) কুমিল্লার দাউদকান্দি উপজেলার বেদে পরিবারের এক ব্যক্তির কাছ থেকে সুদে ৯ লাখ টাকা আনেন। করোনায় কাজ বন্ধ হয়ে যাওয়ায় সুদের টাকা পরিশোধ করতে পারছিলেন না। পাওনাদার বাড়িতে এসে সুদের টাকার জন্য চাপ দিচ্ছিলেন। এ অবস্থায় শফিকুল আত্মহত্যার পথ বেছে নেন।
শফিকুলের স্ত্রী বলেন, সোমবার রাত ১২টার দিকে কীটনাশক ট্যাবলেট খায়- এ কথা জানার সঙ্গে সঙ্গে তাকে রায়পুর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঢাকা থেকে লাশ গ্রামের বাড়িতে নিলে গজারিয়া থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এ বিষয়ে গজারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সুদের টাকা পরিশোধ না করতে পেরে আত্মহত্যার অভিযোগ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চরচাষী গ্রামের এক যুবক সুদের টাকা পরিশোধ না করতে পেরে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল আজিজের ছেলে মো. শফিকুল (৪০) কুমিল্লার দাউদকান্দি উপজেলার বেদে পরিবারের এক ব্যক্তির কাছ থেকে সুদে ৯ লাখ টাকা আনেন। করোনায় কাজ বন্ধ হয়ে যাওয়ায় সুদের টাকা পরিশোধ করতে পারছিলেন না। পাওনাদার বাড়িতে এসে সুদের টাকার জন্য চাপ দিচ্ছিলেন। এ অবস্থায় শফিকুল আত্মহত্যার পথ বেছে নেন।
শফিকুলের স্ত্রী বলেন, সোমবার রাত ১২টার দিকে কীটনাশক ট্যাবলেট খায়- এ কথা জানার সঙ্গে সঙ্গে তাকে রায়পুর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঢাকা থেকে লাশ গ্রামের বাড়িতে নিলে গজারিয়া থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এ বিষয়ে গজারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।