ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেওয়ায় যুবক আটক
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ২২:৫২:৪৪ | অনলাইন সংস্করণ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাহমুদুল হাসান মামুন (২৪) নামের এক যুবককে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেওয়ায় আটক করেছে পুলিশ।
দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সোমবার দিনগত রাতে উপজেলা সদরের জিসান টেলিকম থেকে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি কোরআন অবমাননা ইস্যুকে কেন্দ্র করে দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়লে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইদনপুর গ্রামের নজির উদ্দিন মাস্টারের ছেলে মাহমুদুল হাসান ওরফে মামুন তার ব্যক্তিগত ফেসবুক আইডি (mfc mamun) থেকে সরকারকে দেশের সব পূজামণ্ডপ বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে জেহাদি পোস্ট করেন।
বিষয়টি দোয়ারাবাজার থানা পুলিশের নজরে আসলে সোমবার দিনগত রাতেই তাকে আটক করা হয়। আটককৃত মামুনের ব্যবহৃত কালো রংয়ের একটি Redmi 5 স্মার্টফোনের ফেসবুক Mfc Mamun আইডিতে ধর্মীয় উস্কানিমূলক আক্রমণাত্মক তথ্য সম্বলিত ওই মোবাইল সেটটিও জব্দ করা হয়।
ধর্মীয় উস্কানিমূলক ও আক্রমণাত্মক পোস্ট করায় তার বিরুদ্ধে দোয়ারাবাজার পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেকোনো অপশক্তির বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশ তৎপর রয়েছে। ফেসবুকসহ যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, উস্কানিমুলক বক্তব্য, সহিংসতা, গুজব ইত্যাদি ছড়িয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে তাrক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেওয়ায় যুবক আটক
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাহমুদুল হাসান মামুন (২৪) নামের এক যুবককে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট দেওয়ায় আটক করেছে পুলিশ।
দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে সোমবার দিনগত রাতে উপজেলা সদরের জিসান টেলিকম থেকে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি কোরআন অবমাননা ইস্যুকে কেন্দ্র করে দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়লে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ইদনপুর গ্রামের নজির উদ্দিন মাস্টারের ছেলে মাহমুদুল হাসান ওরফে মামুন তার ব্যক্তিগত ফেসবুক আইডি (mfc mamun) থেকে সরকারকে দেশের সব পূজামণ্ডপ বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে জেহাদি পোস্ট করেন।
বিষয়টি দোয়ারাবাজার থানা পুলিশের নজরে আসলে সোমবার দিনগত রাতেই তাকে আটক করা হয়। আটককৃত মামুনের ব্যবহৃত কালো রংয়ের একটি Redmi 5 স্মার্টফোনের ফেসবুক Mfc Mamun আইডিতে ধর্মীয় উস্কানিমূলক আক্রমণাত্মক তথ্য সম্বলিত ওই মোবাইল সেটটিও জব্দ করা হয়।
ধর্মীয় উস্কানিমূলক ও আক্রমণাত্মক পোস্ট করায় তার বিরুদ্ধে দোয়ারাবাজার পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করে।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেকোনো অপশক্তির বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশ তৎপর রয়েছে। ফেসবুকসহ যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, উস্কানিমুলক বক্তব্য, সহিংসতা, গুজব ইত্যাদি ছড়িয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে তাrক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।