আখক্ষেতে স্কুলশিক্ষিকাকে ধর্ষণ, ২ যুবক গ্রেফতার
দিনাজপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ১৪:৫০:০৭ | অনলাইন সংস্করণ
দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলায় এক শিক্ষিকাকে (১৯) ধরে আখক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মামুনুর রশিদ (২৬) বোঁচাগঞ্জ উপজেলার সুলতানপুর আবাসনের মো. নুর ইসলামের ছেলে এবং সুজন আলী (২৫) একই উপজেলার সেনিহারি গ্রামের মো. সাহিজ উদ্দীনের ছেলে।
বোঁচাগঞ্জ থানাসূত্রে জানা যায়, ওই স্কুলশিক্ষিকা গত ১৮ অক্টোবর সকালে নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে কর্মস্থলে যাওয়ার পথে ওই দুই যুবক তাকে জোর করে আখক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
লোকলজ্জার ভয়ে প্রথমে ওই শিক্ষিকা ঘটনাটি কাউকে বলেননি। পরে ঘটনাটি এলাকায় ফাঁস হয়ে গেলে বুধবার এলাকাবাসী দুই যুবককে আটক করে বোঁচাগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ আটক ওই দুই যুবককে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে বুধবার ওই শিক্ষিকা বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে বোঁচাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে, যার মামলা নং-০৭, তাং-২০-১০-২০২১।
বোঁচাগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, শিক্ষিকার দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে দুই যুবককে বুধবার বিকালে আদালতে পাঠানো হয়েছে এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আখক্ষেতে স্কুলশিক্ষিকাকে ধর্ষণ, ২ যুবক গ্রেফতার
দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলায় এক শিক্ষিকাকে (১৯) ধরে আখক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মামুনুর রশিদ (২৬) বোঁচাগঞ্জ উপজেলার সুলতানপুর আবাসনের মো. নুর ইসলামের ছেলে এবং সুজন আলী (২৫) একই উপজেলার সেনিহারি গ্রামের মো. সাহিজ উদ্দীনের ছেলে।
বোঁচাগঞ্জ থানাসূত্রে জানা যায়, ওই স্কুলশিক্ষিকা গত ১৮ অক্টোবর সকালে নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে কর্মস্থলে যাওয়ার পথে ওই দুই যুবক তাকে জোর করে আখক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।
লোকলজ্জার ভয়ে প্রথমে ওই শিক্ষিকা ঘটনাটি কাউকে বলেননি। পরে ঘটনাটি এলাকায় ফাঁস হয়ে গেলে বুধবার এলাকাবাসী দুই যুবককে আটক করে বোঁচাগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ আটক ওই দুই যুবককে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে বুধবার ওই শিক্ষিকা বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে বোঁচাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে, যার মামলা নং-০৭, তাং-২০-১০-২০২১।
বোঁচাগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, শিক্ষিকার দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে দুই যুবককে বুধবার বিকালে আদালতে পাঠানো হয়েছে এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।