কারাগারে নবনির্বাচিত চেয়ারম্যান
হত্যাচেষ্টা মামলায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ শিহাব হোসেনকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক মো. ইকবাল মাসুদ এ আদেশ দেন। এ সময় বেনজির হোসেন নামে আরও এক আসামিকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
শেখ শিহাব হোসেন (৪৫) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান ও একই ইউনিয়নের একপাইজুজখোলা গ্রামের মৃত আব্দুল ওহাব শেখের পুত্র। অন্য আসামি মো. বেনজীর হোসেন (২৭) একই এলাকার মৃত কামরুল শেখের ছেলে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মানষ কুমার বৈরাগী সাংবাদিকদের জানান, গত ১২ ফেব্রুয়ারি কদমতলা ইউনিয়নে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সালেহা বেগম বাদী হয়ে ইউনিয়ন চেয়ারম্যানসহ স্থানীয় কয়েকজনকে আসামি করে ১৪ ফেব্রুয়ারি থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এ মামলায় কদমতলা ইউপি চেয়ারম্যান শেখ শিহাব হোসেন উচ্চ আদালতে জামিনে ছিলেন।
কিন্তু উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি আদালতে হাজির না হয়ে বৃহস্পতিবার আদালতে হাজির হলে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এ সময় একই মামলার আসামি বেনজির হোসেন নামের আরেকজনকেও জামিন নামঞ্জুর করে আদালতে প্রেরণ করেন বিচারক।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কারাগারে নবনির্বাচিত চেয়ারম্যান
হত্যাচেষ্টা মামলায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ শিহাব হোসেনকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার পিরোজপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক মো. ইকবাল মাসুদ এ আদেশ দেন। এ সময় বেনজির হোসেন নামে আরও এক আসামিকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
শেখ শিহাব হোসেন (৪৫) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের চেয়ারম্যান ও একই ইউনিয়নের একপাইজুজখোলা গ্রামের মৃত আব্দুল ওহাব শেখের পুত্র। অন্য আসামি মো. বেনজীর হোসেন (২৭) একই এলাকার মৃত কামরুল শেখের ছেলে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মানষ কুমার বৈরাগী সাংবাদিকদের জানান, গত ১২ ফেব্রুয়ারি কদমতলা ইউনিয়নে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সালেহা বেগম বাদী হয়ে ইউনিয়ন চেয়ারম্যানসহ স্থানীয় কয়েকজনকে আসামি করে ১৪ ফেব্রুয়ারি থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এ মামলায় কদমতলা ইউপি চেয়ারম্যান শেখ শিহাব হোসেন উচ্চ আদালতে জামিনে ছিলেন।
কিন্তু উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি আদালতে হাজির না হয়ে বৃহস্পতিবার আদালতে হাজির হলে আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এ সময় একই মামলার আসামি বেনজির হোসেন নামের আরেকজনকেও জামিন নামঞ্জুর করে আদালতে প্রেরণ করেন বিচারক।