পূবাইলে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত
আহত একই পরিবারের আরও দুজন
পূবাইল ও পূর্বাচল প্রতিনিধি
২২ অক্টোবর ২০২১, ০০:০৫:৫৪ | অনলাইন সংস্করণ
গাজীপুর মহানগরীর পূবাইলে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বাস অটোরিকশাকে চাপা দিলে এক গৃহবধূ নিহত এবং তার স্বামী ও চার বছর বয়সি শিশু সন্তান গুরুতর আহত হয়েছে।
পূবাইল মেট্রোপলিটন থানার করমতলা খ্রিস্টান হাসপাতালের সামনে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম তহমিনা মিনা (২৫)। এ সময় মারাত্মকভাবে আহত হয়েছে তার চার বছরের মেয়ে মেহেরিমা এবং তার স্বামী মিরাজ (৩৫)।
তারা পূবাইল থানার ৩৯নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার করিম মার্কেট এলাকার বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ব-১১-৮৩৯৫) করমতলা এলাকায় পিছন থেকে ওই অটোরিকশাকে চাপা দিলে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুসহ সবাই মারাত্মক আহত হন।
এ সময় গাড়ি ফেলে চালক ও হেলপার পালিয়ে যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে তহমিনা মিনাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু মেহেরিমা ও তার বাবা মিরাজ আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পূবাইল থানার এসআই নুরুজ্জামান জানান, বাস ও অটোরিকশা আটক করা হয়েছে। বাস চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পূবাইলে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত
আহত একই পরিবারের আরও দুজন
গাজীপুর মহানগরীর পূবাইলে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি বাস অটোরিকশাকে চাপা দিলে এক গৃহবধূ নিহত এবং তার স্বামী ও চার বছর বয়সি শিশু সন্তান গুরুতর আহত হয়েছে।
পূবাইল মেট্রোপলিটন থানার করমতলা খ্রিস্টান হাসপাতালের সামনে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম তহমিনা মিনা (২৫)। এ সময় মারাত্মকভাবে আহত হয়েছে তার চার বছরের মেয়ে মেহেরিমা এবং তার স্বামী মিরাজ (৩৫)।
তারা পূবাইল থানার ৩৯নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকার করিম মার্কেট এলাকার বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ব-১১-৮৩৯৫) করমতলা এলাকায় পিছন থেকে ওই অটোরিকশাকে চাপা দিলে স্বামী-স্ত্রী ও চার বছরের শিশুসহ সবাই মারাত্মক আহত হন।
এ সময় গাড়ি ফেলে চালক ও হেলপার পালিয়ে যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে তহমিনা মিনাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশু মেহেরিমা ও তার বাবা মিরাজ আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পূবাইল থানার এসআই নুরুজ্জামান জানান, বাস ও অটোরিকশা আটক করা হয়েছে। বাস চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।