জানাজায় যাওয়ার পথে গাছচাপায় মারা গেলেন মঞ্জুর
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২১, ২০:৩০:৫৩ | অনলাইন সংস্করণ
কুষ্টিয়ার মিরপুরে মঞ্জুর মণ্ডল (৫৫) নামে একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর ভাঙ্গা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় অটোরিকশার আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন- মিরপুর উপজেলার ছাতিয়ান কালিতলা গ্রামের মহিবুল (৩৫), নিহেরনগর গ্রামের খাদিজা (৩০), চিথলিয়া গ্রামের রুপালী (৩৩), একই গ্রামের মৌসুমি (২৫) ও অঞ্জনগাছী গ্রামের মাছুরা খাতুন।
নিহত মঞ্জুর মিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ড তালতলা গ্রামের কাশেম মণ্ডলের ছেলে।
নিহত মঞ্জুরের ভাতিজা স্থানীয় বিএনপি নেতা রহমত আলী রব্বান জানান, রোববার দুপুরে অটোরিকশাযোগে আমলার নওদাপাড়া গ্রামের এক ব্যক্তির জানাজায় যাওয়ার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙ্গা বটতলা নামক স্থানে রাস্তার পাশে গাছ কাটার সময় অটোরিকশার উপরে গাছটি পড়ে যায়। এ সময় মঞ্জুর ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
মিরপুর থানার এসআই দীপঙ্কর দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে তারা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জানাজায় যাওয়ার পথে গাছচাপায় মারা গেলেন মঞ্জুর
কুষ্টিয়ার মিরপুরে মঞ্জুর মণ্ডল (৫৫) নামে একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর ভাঙ্গা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় অটোরিকশার আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন- মিরপুর উপজেলার ছাতিয়ান কালিতলা গ্রামের মহিবুল (৩৫), নিহেরনগর গ্রামের খাদিজা (৩০), চিথলিয়া গ্রামের রুপালী (৩৩), একই গ্রামের মৌসুমি (২৫) ও অঞ্জনগাছী গ্রামের মাছুরা খাতুন।
নিহত মঞ্জুর মিরপুর পৌরসভার ৬নং ওয়ার্ড তালতলা গ্রামের কাশেম মণ্ডলের ছেলে।
নিহত মঞ্জুরের ভাতিজা স্থানীয় বিএনপি নেতা রহমত আলী রব্বান জানান, রোববার দুপুরে অটোরিকশাযোগে আমলার নওদাপাড়া গ্রামের এক ব্যক্তির জানাজায় যাওয়ার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাঙ্গা বটতলা নামক স্থানে রাস্তার পাশে গাছ কাটার সময় অটোরিকশার উপরে গাছটি পড়ে যায়। এ সময় মঞ্জুর ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
মিরপুর থানার এসআই দীপঙ্কর দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে তারা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।