নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা
কুমিল্লা ব্যুরো ও নাঙ্গলকোট প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২১, ২০:২৫:২৩ | অনলাইন সংস্করণ
কুমিল্লার নাঙ্গলকোটে নিজ ঘরে জবা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ঢালুয়া ইউনিয়নের চাঁন্দলা গ্রামের উত্তরপাড়া থেকে মঙ্গলবার ওই বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে সোমবার দিবাগত রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। বৃদ্ধা জবা খাতুন ওই গ্রামের মৃত আবদুর রশিদ মিয়ার স্ত্রী। তিনি ঘরে একাই থাকতেন। তার ৫ ছেলের মধ্যে চার ছেলে প্রবাসে থাকেন। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তিনি ভালোভাবে হাঁটাচলা করতে পারতেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে নিহতের পুত্রবধূ স্বপ্না বেগম সকালের নাস্তা দিতে গিয়ে তার শাশুড়ির লাশ দেখতে পান। এতে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কেউ চুরি করার উদ্দেশে ওই বৃদ্ধার ঘরে ঢুকেন। পরে আলমারির চাবি নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে জবা বেগমকে ছুরি দিয়ে গলায় আঘাত করলে তিনি মারা যান। তার গলায় একাধিক আঘাতের চিহ্ন আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিজ ঘরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা
কুমিল্লার নাঙ্গলকোটে নিজ ঘরে জবা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ঢালুয়া ইউনিয়নের চাঁন্দলা গ্রামের উত্তরপাড়া থেকে মঙ্গলবার ওই বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে সোমবার দিবাগত রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। বৃদ্ধা জবা খাতুন ওই গ্রামের মৃত আবদুর রশিদ মিয়ার স্ত্রী। তিনি ঘরে একাই থাকতেন। তার ৫ ছেলের মধ্যে চার ছেলে প্রবাসে থাকেন। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তিনি ভালোভাবে হাঁটাচলা করতে পারতেন না।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে নিহতের পুত্রবধূ স্বপ্না বেগম সকালের নাস্তা দিতে গিয়ে তার শাশুড়ির লাশ দেখতে পান। এতে চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কেউ চুরি করার উদ্দেশে ওই বৃদ্ধার ঘরে ঢুকেন। পরে আলমারির চাবি নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে জবা বেগমকে ছুরি দিয়ে গলায় আঘাত করলে তিনি মারা যান। তার গলায় একাধিক আঘাতের চিহ্ন আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।