গাইবান্ধা প্রতিনিধি ১২ মে ২০১৮, ২১:০০ | অনলাইন সংস্করণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি ধানক্ষেত থেকে হাত ও পা বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার রাজাহার ইউনিয়নের কচুয়া পানিতলা গ্রামের বেলতলা এলাকার কৃষক শফিকুল ইসলাম তার ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে পানিতলা গ্রামের বেলতলা এলাকার কৃষক শফিকুল ইসলাম তার ধানক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে কংকালটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ওই নারীর কংকাল এবং কংকালের পাশ থেকে পরনের জামাকাপড় স্যান্ডেলসহ মাথার চুল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, ওই নারীকে অন্য কোথাও থেকে ধরে নিয়ে এসে তাকে হত্যার পর লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান কংকাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯