দাঁড়িয়ে থাকা লরিতে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২১, ১২:৪৫:২০ | অনলাইন সংস্করণ
কুমিল্লার চান্দিনা উপজেলায় দাঁড়িয়ে থাকা লরিতে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে মাইক্রোবাসচালক তৌহিদুল ইসলাম (২৪), মনোহরগঞ্জ উপজেলার বাটগাঁও গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. ইব্রাহীম (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টায় মহাসড়কের কাঠেরপুল এলাকায় পেট্রোল পাম্পসংলগ্ন স্থানে দাঁড়িয়ে থাকা একটি লরিতে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দেয়। এসময় মাইক্রোসের চালক ও সামনে থাকা যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন আরও তিন যাত্রী।
তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার এসআই আব্দুর রহমান জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দাঁড়িয়ে থাকা লরিতে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২
কুমিল্লার চান্দিনা উপজেলায় দাঁড়িয়ে থাকা লরিতে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার শ্রীয়াং গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে মাইক্রোবাসচালক তৌহিদুল ইসলাম (২৪), মনোহরগঞ্জ উপজেলার বাটগাঁও গ্রামের আব্দুল বারেকের ছেলে মো. ইব্রাহীম (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টায় মহাসড়কের কাঠেরপুল এলাকায় পেট্রোল পাম্পসংলগ্ন স্থানে দাঁড়িয়ে থাকা একটি লরিতে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দেয়। এসময় মাইক্রোসের চালক ও সামনে থাকা যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন আরও তিন যাত্রী।
তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং থানার এসআই আব্দুর রহমান জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।