ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার আরও ৪
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাটের মামলায় ভিডিও ফুটেজ দেখে আরও ৪ জনকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার দুপুরে আটক আসামিদের নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক কাজী সোনিয়া আক্তার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে চৌমুহনী পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বেগমগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আটকরা হলো- চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড হাজীপুর গ্রামের আমিন উল্লাহর ছেলে মো. ইউসুফ, চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. আব্দুর রহিম সোহাগ, চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গনিপুর গ্রামের মো. সোলেমানের ছেলে সাইফুল ইসলাম রিপন ও বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের আটিয়াকান্দি গ্রামের এরশাদ আলীর ছেলে ইনজামুল আলী প্রত্যয়।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম চৌমুহনীর ঘটনায় ৪জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময়কার ভিডিও ফুটেজ দেখে ৪ আসামিকে চিহ্নিত করার পর তাদের বেগমগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার আরও ৪
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাটের মামলায় ভিডিও ফুটেজ দেখে আরও ৪ জনকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার দুপুরে আটক আসামিদের নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক কাজী সোনিয়া আক্তার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে চৌমুহনী পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বেগমগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আটকরা হলো- চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড হাজীপুর গ্রামের আমিন উল্লাহর ছেলে মো. ইউসুফ, চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. আব্দুর রহিম সোহাগ, চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গনিপুর গ্রামের মো. সোলেমানের ছেলে সাইফুল ইসলাম রিপন ও বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের আটিয়াকান্দি গ্রামের এরশাদ আলীর ছেলে ইনজামুল আলী প্রত্যয়।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম চৌমুহনীর ঘটনায় ৪জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময়কার ভিডিও ফুটেজ দেখে ৪ আসামিকে চিহ্নিত করার পর তাদের বেগমগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।