ভোটারদের প্রভাবিত করায় আটক ৩
ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচন কেন্দ্রের গোপন কক্ষের ভেতর ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তিনজনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভোটাররা জানান, ভোটগ্রহণ চলাকালে ৫ নম্বর ওয়ার্ড পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের গোপন ব্যালট কক্ষ থেকে শাহাদাত হোসেন শিপন নামে একজন নৌকার এজেন্টকে আটক করা হয়। তিনি ওই কক্ষে বসে ইভিএমে ভোটারের ব্যালট বের হওয়ার সঙ্গে সঙ্গে নৌকার বাটন চাপ দিচ্ছিলেন।
এছাড়া পৃথক স্থানে কেন্দ্রের ভেতর প্রভাব সৃষ্টি ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগে আরও দুই যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
ছাগলনাইয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, পৌরসভার ১৩টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু করতে তিন স্তরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তিনজনকে আটক করা হয়েছে।
এবারের ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী বর্তমান মেয়র মো. মোস্তফা ও কম্পিউটার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ জাকের হায়দার অংশ নেন। এছাড়া পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডে ৪১ জন কাউন্সিলর ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী বর্তমান মেয়র মো. মোস্তফা ফের নির্বাচিত হয়েছেন।
ভোটারদের প্রভাবিত করায় আটক ৩
ফেনী প্রতিনিধি
০২ নভেম্বর ২০২১, ২২:১৩:৩৯ | অনলাইন সংস্করণ
ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচন কেন্দ্রের গোপন কক্ষের ভেতর ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তিনজনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভোটাররা জানান, ভোটগ্রহণ চলাকালে ৫ নম্বর ওয়ার্ড পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের গোপন ব্যালট কক্ষ থেকে শাহাদাত হোসেন শিপন নামে একজন নৌকার এজেন্টকে আটক করা হয়। তিনি ওই কক্ষে বসে ইভিএমে ভোটারের ব্যালট বের হওয়ার সঙ্গে সঙ্গে নৌকার বাটন চাপ দিচ্ছিলেন।
এছাড়া পৃথক স্থানে কেন্দ্রের ভেতর প্রভাব সৃষ্টি ও ভোটারদের প্রভাবিত করার অভিযোগে আরও দুই যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
ছাগলনাইয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, পৌরসভার ১৩টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু করতে তিন স্তরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তিনজনকে আটক করা হয়েছে।
এবারের ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী বর্তমান মেয়র মো. মোস্তফা ও কম্পিউটার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ জাকের হায়দার অংশ নেন। এছাড়া পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডে ৪১ জন কাউন্সিলর ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বেসরকারি ফলাফলে নৌকার প্রার্থী বর্তমান মেয়র মো. মোস্তফা ফের নির্বাচিত হয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023