তিন ভোটে জয়ী, ধাওয়া পাল্টা ধাওয়ায় যুবকের মৃত্যু
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২১, ০০:৩৯:৫১ | অনলাইন সংস্করণ
রংপুরের পীরগাছার অন্নদানগর ইউনিয়নে নির্বাচনে ৪নং ওয়ার্ডে সদস্য পদে রফিকুল ইসলামকে মাত্র ৩ ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন রিয়াজুল ইসলাম। বৃহস্পতিবার এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে বিজয়ী ও পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আব্দুর রহিম (৪০) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি হার্ট অ্যাটাক করে মারা যান বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় উপজেলার অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামে এ ঘটনাটি ঘটে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।
মৃত আব্দুর রহিম ওই গ্রামের মৃত মোহন উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার পীরগাছার অন্নদানগর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে তালা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন পঞ্চানন গ্রামের মকবুল হোসেনের ছেলে রিয়াজুল ইসলাম ও ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম।
নির্বাচনের ফলাফলে রিয়াজুল ইসলাম ৫২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম ৫২৪ ভোট পেয়ে পরাজিত হন। প্রাপ্ত ফলাফলকে কেন্দ্র করে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর শুনে নবনির্বাচিত ইউপি সদস্য রিয়াজুল ইসলামের সমর্থক আব্দুর রহিম দৌঁড়ে পালানোর সময় হার্ট অ্যাটাক করে উল্টে পড়ে যান। তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই গ্রামের মৃত শাহাব উদ্দিনের দুই ছেলে গুরুতর অসুস্থ হয়ে আজিজুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বাদল মিয়া নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বিষয়টি নিয়ে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে পীরগাছা থানার ডিউটি অফিসার এএসআই জাহিদ জানান, ঘটনাস্থলে এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশ টিম আছে। তারা থানায় আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তিন ভোটে জয়ী, ধাওয়া পাল্টা ধাওয়ায় যুবকের মৃত্যু
রংপুরের পীরগাছার অন্নদানগর ইউনিয়নে নির্বাচনে ৪নং ওয়ার্ডে সদস্য পদে রফিকুল ইসলামকে মাত্র ৩ ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন রিয়াজুল ইসলাম। বৃহস্পতিবার এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে বিজয়ী ও পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আব্দুর রহিম (৪০) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি হার্ট অ্যাটাক করে মারা যান বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় উপজেলার অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামে এ ঘটনাটি ঘটে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।
মৃত আব্দুর রহিম ওই গ্রামের মৃত মোহন উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার পীরগাছার অন্নদানগর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে তালা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন পঞ্চানন গ্রামের মকবুল হোসেনের ছেলে রিয়াজুল ইসলাম ও ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম।
নির্বাচনের ফলাফলে রিয়াজুল ইসলাম ৫২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম ৫২৪ ভোট পেয়ে পরাজিত হন। প্রাপ্ত ফলাফলকে কেন্দ্র করে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার খবর শুনে নবনির্বাচিত ইউপি সদস্য রিয়াজুল ইসলামের সমর্থক আব্দুর রহিম দৌঁড়ে পালানোর সময় হার্ট অ্যাটাক করে উল্টে পড়ে যান। তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে একই গ্রামের মৃত শাহাব উদ্দিনের দুই ছেলে গুরুতর অসুস্থ হয়ে আজিজুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও বাদল মিয়া নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বিষয়টি নিয়ে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে পীরগাছা থানার ডিউটি অফিসার এএসআই জাহিদ জানান, ঘটনাস্থলে এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশ টিম আছে। তারা থানায় আসলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।