হেরে গিয়ে সাকো ভেঙে ফেলার অভিযোগ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২১, ২০:১৩:৪৮ | অনলাইন সংস্করণ
দ্বিতীয় ধাপের নির্বাচনে বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের ইউপি সদস্য পদে হেরে গিয়ে চার গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সাঁকোটি গত বৃহস্পতিবার রাতে আবু সাঈদ খান রঞ্জুর সমর্থকরা ভেঙে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডে বেলগাছী গ্রামের মেম্বার পদে আবু সাঈদ খান রঞ্জু (টিউবওয়েল) ও চরকল্যাণী গ্রামের নুরনবী মণ্ডল হিটলার (মোরগ) প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে হেরে গিয়ে বেলগাছী গ্রামের ইউপি সদস্য প্রার্থী আবু সাঈদ খান রঞ্জুর সমর্থকরা ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার রাতে চরকল্যাণী, চর বেলগাছী, চর বিনোদপুর, বেলগাছী গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র বাঁশের সাকোটি ভেঙে দিয়ে তাদের যাতায়াত বিচ্ছিন্ন করেন। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে চরবেলগাছী গ্রামের বাছেদ, আবু সালেম, আব্দুল ছোবাহান জানান, যেহেতু আবু সাঈদ খান রঞ্জুর বাড়ি বেলগাছী আর সেখানে ব্রিজ আছে তাই বেলগাছী দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। সেজন্য তারা চরবেলগাছীর বাঁশের সাকো ভেঙে দিয়েছে যেন বেলগাছী না যেতে পারি।
আবু সাঈদ খান রঞ্জু বলেন, আমি বা আমার কোনো সমর্থক বাঁশের সাকোটি ভাঙেনি। তবে বিজয়ী প্রার্থী হিটলারের সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় ভেঙে যেতে পারে।
এ ব্যাপারে বিজয়ী ইউপি সদস্য নুরনবী মণ্ডল হিটলার জানান, রাতে কারা যেন বাঁশের সাঁকোটির মাঝখানে কেটে দিয়ে খুঁটিগুলো ভেঙে ফেলেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
হেরে গিয়ে সাকো ভেঙে ফেলার অভিযোগ
দ্বিতীয় ধাপের নির্বাচনে বগুড়ার শেরপুরের সুঘাট ইউনিয়নের ইউপি সদস্য পদে হেরে গিয়ে চার গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সাঁকোটি গত বৃহস্পতিবার রাতে আবু সাঈদ খান রঞ্জুর সমর্থকরা ভেঙে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডে বেলগাছী গ্রামের মেম্বার পদে আবু সাঈদ খান রঞ্জু (টিউবওয়েল) ও চরকল্যাণী গ্রামের নুরনবী মণ্ডল হিটলার (মোরগ) প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে হেরে গিয়ে বেলগাছী গ্রামের ইউপি সদস্য প্রার্থী আবু সাঈদ খান রঞ্জুর সমর্থকরা ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার রাতে চরকল্যাণী, চর বেলগাছী, চর বিনোদপুর, বেলগাছী গ্রামের মানুষের যোগাযোগের একমাত্র বাঁশের সাকোটি ভেঙে দিয়ে তাদের যাতায়াত বিচ্ছিন্ন করেন। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে চরবেলগাছী গ্রামের বাছেদ, আবু সালেম, আব্দুল ছোবাহান জানান, যেহেতু আবু সাঈদ খান রঞ্জুর বাড়ি বেলগাছী আর সেখানে ব্রিজ আছে তাই বেলগাছী দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। সেজন্য তারা চরবেলগাছীর বাঁশের সাকো ভেঙে দিয়েছে যেন বেলগাছী না যেতে পারি।
আবু সাঈদ খান রঞ্জু বলেন, আমি বা আমার কোনো সমর্থক বাঁশের সাকোটি ভাঙেনি। তবে বিজয়ী প্রার্থী হিটলারের সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় ভেঙে যেতে পারে।
এ ব্যাপারে বিজয়ী ইউপি সদস্য নুরনবী মণ্ডল হিটলার জানান, রাতে কারা যেন বাঁশের সাঁকোটির মাঝখানে কেটে দিয়ে খুঁটিগুলো ভেঙে ফেলেছে।