সাতক্ষীরায় ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের কুলসুম খাতুন
সাতক্ষীরা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ১৫:২৪:০৬ | অনলাইন সংস্করণ
সাতক্ষীরায় কুলসুম খাতুন নামে তৃতীয় লিঙ্গের এক প্রার্থী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নির্বাচিত হয়েছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ৪ হাজার ২০০ ভোট পেয়ে জয়লাভ করেছেন সাতক্ষীরার ওয়ারিয়া গ্রামের তৃতীয় লিঙ্গের কুলসুম খাতুন।
তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিপি বেগমকে হারিয়ে জয়ের মালা পরেছেন গত ১১ নভেম্বরের নির্বাচনে।
জয়ের পর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কুলসুম বলেন, আমি নারীর সামাজিক সক্ষমতা বৃদ্ধি, নারী স্বাস্থ্য, নারী ও শিশুর পুষ্টি ছাড়াও শিশুদের লেখাপড়ার ওপর গুরুত্ব দিতে চাই।
আমি মাদক ও চোরাচালানমুক্ত এলাকা গড়তে চাই। এলাকার অবকাঠামো উন্নয়ন তো বটেই জলাবদ্ধতা দূরীকরণও আমার এজেন্ডার মধ্যে থাকবে। আমি নারী সমাজকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাতক্ষীরায় ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের কুলসুম খাতুন
সাতক্ষীরায় কুলসুম খাতুন নামে তৃতীয় লিঙ্গের এক প্রার্থী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নির্বাচিত হয়েছেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ৪ হাজার ২০০ ভোট পেয়ে জয়লাভ করেছেন সাতক্ষীরার ওয়ারিয়া গ্রামের তৃতীয় লিঙ্গের কুলসুম খাতুন।
তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিপি বেগমকে হারিয়ে জয়ের মালা পরেছেন গত ১১ নভেম্বরের নির্বাচনে।
জয়ের পর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কুলসুম বলেন, আমি নারীর সামাজিক সক্ষমতা বৃদ্ধি, নারী স্বাস্থ্য, নারী ও শিশুর পুষ্টি ছাড়াও শিশুদের লেখাপড়ার ওপর গুরুত্ব দিতে চাই।
আমি মাদক ও চোরাচালানমুক্ত এলাকা গড়তে চাই। এলাকার অবকাঠামো উন্নয়ন তো বটেই জলাবদ্ধতা দূরীকরণও আমার এজেন্ডার মধ্যে থাকবে। আমি নারী সমাজকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।