৫ কেজি ভারতীয় গহনাসহ গ্রেফতার ২
পাঁচ কেজি ভারতীয় রৌপ্য গহনাসহ দুই চোরাচালানিকে গ্রেফতার করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ। এসব গহনা ভারত থেকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় ওই দুজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের আসাদুর রহমান ও কালিয়ানী গ্রামের জিয়ারুল ইসলাম জিয়া।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. মহসীন জানান, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সাতক্ষীরা শহরের হাসপাতাল মোড়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা ঢাকাগামী নৈশ কোচের অপেক্ষায় ছিলেন। তাদের দেহ তল্লাশি করে ভারতে তৈরি বিভিন্ন ধরনের রৌপ্য গহনা পাওয়া যায়। সেগুলোর ওজন পাঁচ কেজি। যার বাজারমূল্য ছয় লাখ টাকারও বেশি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
৫ কেজি ভারতীয় গহনাসহ গ্রেফতার ২
পাঁচ কেজি ভারতীয় রৌপ্য গহনাসহ দুই চোরাচালানিকে গ্রেফতার করেছে সাতক্ষীরা ডিবি পুলিশ। এসব গহনা ভারত থেকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় ওই দুজনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের আসাদুর রহমান ও কালিয়ানী গ্রামের জিয়ারুল ইসলাম জিয়া।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. মহসীন জানান, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সাতক্ষীরা শহরের হাসপাতাল মোড়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা ঢাকাগামী নৈশ কোচের অপেক্ষায় ছিলেন। তাদের দেহ তল্লাশি করে ভারতে তৈরি বিভিন্ন ধরনের রৌপ্য গহনা পাওয়া যায়। সেগুলোর ওজন পাঁচ কেজি। যার বাজারমূল্য ছয় লাখ টাকারও বেশি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।