শুভ হত্যা: ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি
পিরোজপুর প্রতিনিধি
২০ নভেম্বর ২০২১, ০০:৫৪:৪৫ | অনলাইন সংস্করণ
পিরোজপুরের শংকরপাশা ইউপির নির্বাচনে গুলিতে মর্মান্তিকভাবে নিহত যুবলীগ নেতা ফয়সাল মাহবুব শুভর স্মরণ সভায় নেপথ্যের কুশীলব ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত ওই সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পিরোজপুর জেলা আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়াবার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
শুক্রবার শেষ বিকালে পিরোজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালের সভাপতিত্বে স্মরণ সভায় এ সময় অন্যান্যের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন, শুভর ভগিনীপতি সুজন সরদার, অ্যাডভোকেট মতিউর রহমান, অ্যাডভোকেট শহীদুল ইসলাম পান্না, স্বরূপকাঠির পৌর মেয়র গোলাম কবির, মনিরুজ্জামান পল্টন, দলের আইন বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, শংকরপাশা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান (নৌকা মার্কা) তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, মেরাজ শরীফ, মজনু তালুকদার, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, যুবলীগ নেতা আক্তারুজ্জামান মানিক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাসেল পারভেজ রাজা, মেজবাহ উদ্দিন সাবু ও জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু বক্তব্য রাখেন।
বক্তারা এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হাকিম হাওলাদার স্মরণ সভায় না আসায় নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি যদি অসুস্থ থাকেন তাহলে তার পরিবর্তে সহ সাধারণ সম্পাদককে দায়িত্ব দিয়ে কমিটির কার্য পরিচালনা করার জন্য আহবান জানান হয়। হত্যার প্রধান আসামি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গ্রেফতারকৃত নাসির উদ্দিন মাতুব্বরকে যারা পৃষ্ঠপোষকতা করছে তারা আর যাই হোক বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সৈনিক হতে পারে না, তারা বিএনপি-জামায়াত মদদপুষ্ট একটি অশুভ চক্র বলে মন্তব্য করেন।
পিরোজপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক কঠোরভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা আকাশ-বাতাস প্রকম্পিত করে হলেও শুভ হত্যার বিচার পিরোজপুরের মাটিতে কার্যকর করতে যা যা করা দরকার তাই করব।
তিনি বলেন, শুভ হত্যার আগে কদমতলা ইউপিতে দরজা বন্ধ করে রুদ্ধদ্বার বৈঠকে কী প্লান করা হয়েছিল তা এখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল বলেন, নিষ্ঠুর এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত জেলা আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রকারী ও কুশীলবদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে।
পরে শুভর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পড়ান মাওলানা আব্দুল্লাহ আল মামুন। স্মরণ সভায় জেলা ও সকল উপজেলা থেকে শুভর ভক্ত, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতা কর্মী অংশ গ্রহণ করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শুভ হত্যা: ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি
পিরোজপুরের শংকরপাশা ইউপির নির্বাচনে গুলিতে মর্মান্তিকভাবে নিহত যুবলীগ নেতা ফয়সাল মাহবুব শুভর স্মরণ সভায় নেপথ্যের কুশীলব ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত ওই সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পিরোজপুর জেলা আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়াবার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
শুক্রবার শেষ বিকালে পিরোজপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালের সভাপতিত্বে স্মরণ সভায় এ সময় অন্যান্যের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন, শুভর ভগিনীপতি সুজন সরদার, অ্যাডভোকেট মতিউর রহমান, অ্যাডভোকেট শহীদুল ইসলাম পান্না, স্বরূপকাঠির পৌর মেয়র গোলাম কবির, মনিরুজ্জামান পল্টন, দলের আইন বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, শংকরপাশা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান (নৌকা মার্কা) তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, মেরাজ শরীফ, মজনু তালুকদার, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, যুবলীগ নেতা আক্তারুজ্জামান মানিক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাসেল পারভেজ রাজা, মেজবাহ উদ্দিন সাবু ও জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু বক্তব্য রাখেন।
বক্তারা এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হাকিম হাওলাদার স্মরণ সভায় না আসায় নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি যদি অসুস্থ থাকেন তাহলে তার পরিবর্তে সহ সাধারণ সম্পাদককে দায়িত্ব দিয়ে কমিটির কার্য পরিচালনা করার জন্য আহবান জানান হয়। হত্যার প্রধান আসামি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী গ্রেফতারকৃত নাসির উদ্দিন মাতুব্বরকে যারা পৃষ্ঠপোষকতা করছে তারা আর যাই হোক বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সৈনিক হতে পারে না, তারা বিএনপি-জামায়াত মদদপুষ্ট একটি অশুভ চক্র বলে মন্তব্য করেন।
পিরোজপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক কঠোরভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা আকাশ-বাতাস প্রকম্পিত করে হলেও শুভ হত্যার বিচার পিরোজপুরের মাটিতে কার্যকর করতে যা যা করা দরকার তাই করব।
তিনি বলেন, শুভ হত্যার আগে কদমতলা ইউপিতে দরজা বন্ধ করে রুদ্ধদ্বার বৈঠকে কী প্লান করা হয়েছিল তা এখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল বলেন, নিষ্ঠুর এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত জেলা আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রকারী ও কুশীলবদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে।
পরে শুভর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পড়ান মাওলানা আব্দুল্লাহ আল মামুন। স্মরণ সভায় জেলা ও সকল উপজেলা থেকে শুভর ভক্ত, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতা কর্মী অংশ গ্রহণ করেন।