বাঙালি নদীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

 বগুড়া ব্যুরো 
২০ নভেম্বর ২০২১, ০৯:০৯ পিএম  |  অনলাইন সংস্করণ

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীতে আইনুল ইসলাম (১৬) নামে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে সে উপজেলার জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া এলাকায় নদীতে গোসল করতে নেমেছিল। 

স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের লোকজন সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেননি। বিপুলসংখ্যক আত্মীয়স্বজন ও গ্রামবাসী নদীপাড়ে ভিড় করেন।

সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, তাকে উদ্ধার করতে রাজশাহীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, আইনুল ইসলাম সোনাতলা উপজেলার সোনাকানিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে পার্শ্ববর্তী বয়ড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। শনিবার বেলা ১টার দিকে সে গ্রামের গুড়াভাঙ্গা এলাকায় বাঙালি নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে নিখোঁজ হয়। আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা দীর্ঘদিন খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে সোনাতলা থানা ও ফায়ার সার্ভিসে খবর দেন। বিকাল ৫টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। 

সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, অনেকক্ষণ খুঁজেও এসএসসি পরীক্ষার্থী আইনুল ইসলামের সন্ধান পাওয়া যায়নি। ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে নদীতে তল্লাশি চালাবেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জেলার খবর
অনুসন্ধান করুন