বাউফলে আন্তঃজেলা ডাকাত সর্দার অস্ত্রসহ গ্রেফতার
বাউফল ও দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি
২১ নভেম্বর ২০২১, ১৪:২২:২০ | অনলাইন সংস্করণ
পটুয়াখালীর বাউফল থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত সর্দার ইসমাইল গাজীকে (৫০) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন থেকে ডাকাত সর্দার ইসমাইল আত্মগোপনে ছিলেন। রোববার ভোরে এসআই নাসিরের নেতৃত্বে বাউফল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ইসমাইল গাজীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার বাড়ি থেকে ৪ রাউন্ড কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
ইসমাইল গাজী কেশবপুর গ্রামের মৃত ছায়েদ আলী গাজীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তেঁতুলিয়া নদীর জেলেদের কাছে মূর্তিমান আতঙ্ক ইসমাইল গাজী বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী ও লক্ষ্মীপুর আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। ইসমাইল গাজীর নেতৃত্বে তেঁতুলিয়া নদীতে একাধিক জলদস্যু বাহিনী নিয়মিত জেলেদের জিম্মি করে মুক্তিপণ ও চাঁদা আদায় করছে। নিয়মিত চাঁদা না দিলে কেড়ে নেওয়া হয় জেলেদের জাল ও মাছ ধরার নৌকা। ইসমাইল গাজীর নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, আন্তঃজেলা ডাকাত সর্দার ইসমাইল গাজীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাউফলে আন্তঃজেলা ডাকাত সর্দার অস্ত্রসহ গ্রেফতার
পটুয়াখালীর বাউফল থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত সর্দার ইসমাইল গাজীকে (৫০) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন থেকে ডাকাত সর্দার ইসমাইল আত্মগোপনে ছিলেন। রোববার ভোরে এসআই নাসিরের নেতৃত্বে বাউফল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ইসমাইল গাজীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার বাড়ি থেকে ৪ রাউন্ড কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
ইসমাইল গাজী কেশবপুর গ্রামের মৃত ছায়েদ আলী গাজীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তেঁতুলিয়া নদীর জেলেদের কাছে মূর্তিমান আতঙ্ক ইসমাইল গাজী বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী ও লক্ষ্মীপুর আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। ইসমাইল গাজীর নেতৃত্বে তেঁতুলিয়া নদীতে একাধিক জলদস্যু বাহিনী নিয়মিত জেলেদের জিম্মি করে মুক্তিপণ ও চাঁদা আদায় করছে। নিয়মিত চাঁদা না দিলে কেড়ে নেওয়া হয় জেলেদের জাল ও মাছ ধরার নৌকা। ইসমাইল গাজীর নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, আন্তঃজেলা ডাকাত সর্দার ইসমাইল গাজীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।