বরিশালে ব্রিজের নিচে অজ্ঞাত নারীর লাশ
বরিশালে অজ্ঞাত এক নারীর (২৩) লাশ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ২৪নং ওয়ার্ডের আব্দুর রব সেরনিয়াবাত সেতুর নিচ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন জানান, ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসে ২৩ বছর বয়সী এক নারীর লাশ ব্রিজের নিচ থেকে উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উনি ব্রিজের উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। লাশের হাতে আমরা একটি স্বর্ণের আংটি ও ওড়নায় ৫০০ টাকা পেয়েছি।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বরিশালে ব্রিজের নিচে অজ্ঞাত নারীর লাশ
বরিশালে অজ্ঞাত এক নারীর (২৩) লাশ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ২৪নং ওয়ার্ডের আব্দুর রব সেরনিয়াবাত সেতুর নিচ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন জানান, ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসে ২৩ বছর বয়সী এক নারীর লাশ ব্রিজের নিচ থেকে উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উনি ব্রিজের উপর থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। লাশের হাতে আমরা একটি স্বর্ণের আংটি ও ওড়নায় ৫০০ টাকা পেয়েছি।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।